1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
রূপালী ব্যাংকের বোনাস লভ্যাংশে বিএসইসির অনুমোদন
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৬:৩৩ অপরাহ্ন

রূপালী ব্যাংকের বোনাস লভ্যাংশে বিএসইসির অনুমোদন

  • পোস্ট হয়েছে : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
Rupali bank

শেয়ারবাজারে তালিকাভুক্ত রূপালী ব্যাংকের ঘোষিত বোনাস লভ্যাংশ বিতরণে অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

রবিবার (১১ সেপ্টেম্বর) বিএসইসি এ সংক্রান্ত একটি চিঠি রূপালী ব্যাংককে দিয়েছে।

রূপালী ব্যাংক ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে গত ২৮ এপ্রিল শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ বোনাস লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে ব্যাংকটির ঘোষিত বোনাস লভ্যাংশ দেওয়ার ঘোষণার প্রস্তাবটি বাতিল করে বিএসইসি। বিএসইসির আপত্তির কারণে বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বোনাস লভ্যাংশ পরিবর্তন করে নগদ লভ্যাংশে রূপান্তর করা হয়।

পরবর্তীতে শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ বিতরণ করে ব্যাংকটি। কিন্তু এখন সেই নগদ লভ্যাংশ বাতিল করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে লভ্যাংশ ঘোষণা নিয়ে এখন বিপাকে পড়েছে ব্যাংকটি। এ অবস্থায় বিএসইসি নতুন করে নগদ লভ্যাংশ দেওয়ার পরিবর্তে বোনাস লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন করেছে।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ