বিদায়ী সপ্তাহে (০৪-০৮ সেপ্টেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ২০ খাতের মধ্যে ৬ খাতের শেয়ারদর বেড়েছে। দর বাড়াতে ৬ খাতের বিনিয়োগকারীরা সাপ্তাহিক রিটার্নে মুনাফায় রয়েছেন। ইবিএল সিকিউরিটিজের সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য পাওয়া গেছে।
মুনাফায় থাকা খাতগুলো হলো: পাট, ওষুধ ও রসায়ন, সিমেন্ট, বিবিধ, ভ্রমণ ও অবকাশ এবং মিউচ্যুয়াল ফান্ড।
আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি মুনাফা পেয়েছেন পাট খাতের বিনিয়োগকারীরা। এই খাতের বিনিয়োগকারীরা মুনাফা গুণছেন ১১ শতাংশ।
দ্বিতীয় সর্বোচ্চ মুনাফা পেয়েছেন ওষুধ ও রসায়ন খাতের বিনিয়োগকারীরা। এই খাতের বিনিয়োগকারীরা মুনাফা গুণছেন ৪.৭০ শতাংশ।
তৃতীয় সর্বোচ্চ মুনাফা পেয়েছেন সিমেন্ট খাতের বিনিয়োগকারীরা। এই খাতের বিনিয়োগকারীরা মুনাফা গুণছেন ২.৭০ শতাংশ।
এছাড়া, সাপ্তাহিক রিটার্নে মুনাফায় থাকা অন্যান্য খাতগুলোর মধ্যে বিবিধ খাতে ২.৬০ শতাংশ, ভ্রমণ ও অবকাশ খাতে ২.৩০ শতাংশ এবং মিউচ্যুয়াল ফান্ড খাতে ১ শতাংশ।