1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
নমিনির কাছে হস্তান্তর হবে সিটি ব্যাংক উদ্যোক্তার শেয়ার
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৬:২১ অপরাহ্ন

নমিনির কাছে হস্তান্তর হবে সিটি ব্যাংক উদ্যোক্তার শেয়ার

  • পোস্ট হয়েছে : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
city bank 1

পুঁজিবাজারে তালিকাভুক্ত দ্য সিটি ব্যাংক লিমিটেডের মৃত উদ্যোক্তা আজিজুল হক চৌধুরীর ধারণ করা ৬৫ হাজার ৫০০টি শেয়ার নমিনি হিসেবে তার স্ত্রী হোসনে আরা আজিজের কাছে হস্তান্তর করা হবে। এ উদ্যোক্তা গত বছরের ৬ নভেম্বর মৃত্যুবরণ করেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল এ তথ্য জানিয়েছে দ্য সিটি ব্যাংক।

১৯৮৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ব্যাংকটির অনুমোদিত মূলধন দেড় হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধন ১ হাজার ২০০ কোটি ৬১ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ২ হাজার ৪২ কোটি ৭৮ লাখ টাকা। বর্তমানে ব্যাংকের মোট শেয়ার সংখ্যা ১২০ কোটি ৬ লাখ ৬ হাজার ৭৪৩। এর মধ্যে ৩২ দশমিক ৭০ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৬ দশমিক ৪৩ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে ৪ দশমিক ৭৬ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩৬ দশমিক ১১ শতাংশ শেয়ার রয়েছে।

চলতি ২০২২ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) দ্য সিটি ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) ২ টাকা ৪ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ১৬ পয়সা। সে হিসাবে আলোচ্য সময়ে ব্যাংকটির সমন্বিত ইপিএস কমেছে ১২ পয়সা বা ৫ দশমিক ৫৬ শতাংশ। দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ২১ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ১৯ পয়সা।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ