1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
পর্ষদ পুর্নগঠনের অনুমতি পেয়েছে এনভয় টেক্সটাইল
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০২:৫৭ অপরাহ্ন

পর্ষদ পুর্নগঠনের অনুমতি পেয়েছে এনভয় টেক্সটাইল

  • পোস্ট হয়েছে : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২

বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইল উচ্চ আদালত থেকে পর্ষদ পুর্নগঠনের অনুমতি পেয়েছে। গত ২৫ আগস্ট উচ্চ আদালত কোম্পানিটিকে এই আদেশ দেয়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, উচ্চ আদালত নির্ধারণ করে দিয়েছে কোম্পানির পর্ষদ। সুপ্রিম কোর্টের বিচারক মইনুল ইসলাম চৌধুরী-চেয়ারম্যান, আহনজীবী শফিকুর রহমান, সদস্য। ফকরুদ্দীন আহমেদ,সদস্য। কুতুবউদ্দীন আহমেদ, পরিচালক, ভাইস চেয়ারম্যান। আব্দুস সালাম মুর্শেদী, পরিচালক। রাশিদ আহমেদ, পরিচালক। শারমীন সালাম পরিচালক, তানভীর আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। এছাড়া ডেপুটি ব্যবস্থানা পরিচালক ব্যারিস্টার শিরীন সালাম।

কোম্পানির অন্য পরিচালকেরা তিন জন অতিরিক্ত সদস্য নিয়োগের জন্য কোম্পানির সংঘস্বারকে সংশোধনীকে চ্যালেঞ্জ করেছে।

কোম্পানিটি জানায়, উক্ত মামলায় বোর্ড পুর্নগঠনের দাবি পাশ হয়েছে। পুর্নগঠিত বোর্ড অন্তবর্তী সময়ের জন্য কাজ করবে,যতক্ষণ না বিষয়টি চূড়ান্তভাবে নিস্পত্তি হয়। যা এখন উচ্চ আদালতে শুনানির জন্য মূলতবী রয়েছে।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ