1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
স্ট্যান্ডার্ড ব্যাংক উদ্যোক্তার শেয়ার বিক্রি সম্পন্ন
শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১২:৩৬ অপরাহ্ন

স্ট্যান্ডার্ড ব্যাংক উদ্যোক্তার শেয়ার বিক্রি সম্পন্ন

  • পোস্ট হয়েছে : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২

পূর্ব ঘোষণা অনুসারে ২০ লাখ শেয়ার বিক্রি করেছেন পুঁজিবাজারে তালিকাভুক্ত স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা মোহাম্মদ নুরুল ইসলাম। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটের মাধ্যমে বিদ্যমান বাজারদরে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করেছেন তিনি। এ উদ্যোক্তার কাছে বর্তমানে ব্যাংকটির ১ কোটি ৮৭ লাখ ৬২ হাজার ২৭৮টি শেয়ার রয়েছে। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গিয়েছে।

২০০৩ সালে তালিকাভুক্ত হওয়া স্ট্যান্ডার্ড ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১ হাজার ৬২ কোটি টাকা। রিজার্ভে রয়েছে ৬৬৩ কোটি ২৫ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১০৬ কোটি ২০ লাখ ৭৪ হাজার ৭৭৩। এর মধ্যে ৩৮ দশমিক ৯২ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে। এছাড়া ২৭ দশমিক ৪২ শতাংশ প্রাতিষ্ঠানিক, দশমিক ৪০ শতাংশ বিদেশী ও বাকি ৩৩ দশমিক ২৬ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট ৬ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছে স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালনা পর্ষদ। এর মধ্যে ৩ শতাংশ স্টক ও ৩ শতাংশ নগদ লভ্যাংশ রয়েছে। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৭৭ পয়সা, যা আগের হিসাব বছরে হয়েছিল ১ টাকা ৫ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ৭৩ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ১৬ টাকা ২৬ পয়সা।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ