1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
ডিএসইতে দৈনিক গড় লেনদেন বেড়েছে
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৭:১২ অপরাহ্ন

ডিএসইতে দৈনিক গড় লেনদেন বেড়েছে

  • পোস্ট হয়েছে : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সপ্তাহজুড়ে টাকার অংকে লেনদেনেও ইতিবাচক প্রভাব রয়েছে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে দৈনিক গড় লেনদেনের পরিমাণ বেড়েছে ৫.৬১ শতাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে দৈনিক গড় লেনদেন হয়েছে ৯৪৬ কোটি ২৩ লাখ ৬১ হাজার টাকা। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৮৯৬ কোটি ১ লাখ ৩১ হাজার টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৫০ কোটি ২২ লাখ ২৯ হাজার টাকা গড় লেনদেন বেড়েছে।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে মাত্র ৩ কর্মদিবস লেনদেন হওয়ায় কমেছে সার্বিক লেনদেন। গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ২ হাজার ৮৩৮ কোটি ৭০ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৩ হাজার ৫৮৪ কোটি ৫ লাখ ২৫ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৭৪৫ কোটি ৩৪ লাখ ৪১ হাজার টাকার বা ২০.৮০ শতাংশ লেনদেন কমেছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৯২ দশমিক ৬৭ পয়েন্ট বা ১ দশমিক ৫১ শতাংশ বেড়ে ৬ হাজার ২৪১ পয়েন্টে অবস্থান করছে।

আলোচিত সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ২৫ দশমিক ৬৬ পয়েন্ট বা ১ দশমিক ১৭ শতাংশ বেড়ে ২ হাজার ২২০ পয়েন্টে উঠেছে।

অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২০.৬৭ পয়েন্ট বা ১ দশমিক ৫৪ শতাংশ বেড়েছে।

ডিএসইতে গত সপ্তাহে ৩৯৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ২৫৭টির, কমেছে ৪২টির। আর ৮৯টির দাম ছিল অপরিবর্তিত।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ