1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
গ্রামীণফোনের অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৪:০৭ পূর্বাহ্ন

গ্রামীণফোনের অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা

  • পোস্ট হয়েছে : সোমবার, ১৮ জুলাই, ২০২২

শেয়ারবাজারে তালিকাভুক্ত গ্রামীণফোনের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২২ সমাপ্ত ছয় মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য অন্তর্বর্তীকালীন ১২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১০ আগস্ট।

জানা গেছে, ৩০ জুন ২০২২ সমাপ্ত ছয় মাসে (জানুয়ারি-জুন) কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১২.৮২ টাকা। আগের বছর একই সময়ে কোম্পানিটির মুনাফা হয়েছিল ১২.৮৯ টাকা। এহিসেবে কোম্পানিটির মুনাফা ০.০৭ টাকা বা ০.৫৪ শতাংশ কমেছে।

এদিকে এপ্রিল থেকে জুন পর্যন্ত তিন মাস সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৬.৮২ টাকা। আগের বছর একই সময়ে মুনাফা হয়েছিল ৬.৩০ টাকা। এহিসেবে কোম্পানিটির মুনাফা ০.৫২ টাকা বা ৮ শতাংশ বেড়েছে।

২০২২ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৭.২৫ টাকায়।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ