1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
সাপ্তাহিক টপটেন লুজারের শীর্ষে ট্রাস্ট ব্যাংক
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৭:৩১ অপরাহ্ন

সাপ্তাহিক টপটেন লুজারের শীর্ষে ট্রাস্ট ব্যাংক

  • পোস্ট হয়েছে : শুক্রবার, ১০ জুন, ২০২২

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (০৫ থেকে ০৯ জুন) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৫৭টির বা ৪০.৩৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। সপ্তাহটিতে ট্রাস্ট ব্যাংকের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে ট্রাস্ট ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৯.৭০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩৪.৮০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৪.৯০ টাকা বা ১২.৩৪ শতাংশ কমেছে। এর মাধ্যমে ট্রাস্ট ব্যাংক ডিএসইর সাপ্তাহিক টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে স্ট্যান্ডার্ড সিরামিকের ৮.৯৯ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ৮.৬২ শতাংশ, শেফাডের ৭.৭৪ শতাংশ, কাট্টালি টেক্সটাইলের ৬.৭৮ শতাংশ, রতনপুর স্টিলের ৬.৬৭ শতাংশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৫.৭৭ শতাংশ, মনোস্পুল পেপারের ৫.৩৩ শতাংশ, তুং হাই নিটিংয়ের ৫.২৬ শতাংশ এবং ইনটেকের শেয়ার দর ৫.১৫ শতাংশ কমেছে।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ