1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
মেঘনা ইন্স্যুরেন্সের আয় কমেছে
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৫:২৩ অপরাহ্ন

মেঘনা ইন্স্যুরেন্সের আয় কমেছে

  • পোস্ট হয়েছে : বুধবার, ৮ জুন, ২০২২

প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্নের পর আজ (০৮ জুন) থেকে শেয়ারবাজারে লেনদেন শুরু হচ্ছে মেঘনা ইন্স্যুরেন্সের। লেনদেন শুরু আগে কোম্পানিতি চলতি অর্থবছরের ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে দেখা যায় উল্লেখিত ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ৮২ শতাংশ কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির চলতি অর্থবছরের ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২১) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.২৯ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ৭.২০ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ৫.৯১ টাকা বা ৮২ শতাংশ কমেছে।

এদিকে কোম্পানিটির চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২১) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.০৯ টাকা। আগের অর্থবছর একই সময়ে শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ৬.৬৯ টাকা।

২০২১ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭.২৬ টাকায়।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ