শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এক দিনেই শেয়ার সেটেলমেন্ট করতে চায়।
এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে বিনিয়োগকারীরা সিকিউরিটিজ ক্রয়ের পরের দিনই তা বিক্রি করতে পারবেন।
এক দিনে শেয়ার সেটেলমেন্ট করার সক্ষমতা যাচাইয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ও সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)-কে চিঠি দিয়েছে বিএসইসি।
প্রতিষ্ঠানগুলোকে চিঠি পাওয়ার ৭ কার্যদিবসের মধ্যে বিএসইসিকে সিদ্ধান্ত জানানোর কথা বলা হয়েছে।
(বিএসইসি সূত্রে জানা যায়, নিয়োগকারীদের স্বার্থে এবং সিকিউরিটিজ মার্কেট, কমিশন এটিকে উপযুক্ত বলে মনে করে এ ও বি ক্যাটাগরির সিকিউরিটিজের সেটেলমেন্ট সাইকেল ছোট করতে চাচ্ছে। যেটা আগে ছিল টি+২ এখন তার পরিবর্তে হয়েছে টি+১।