1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
সিএসইর এমডি পদে শওকত হোসেনের নিয়োগ অনুমোদন
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৫:৫৬ পূর্বাহ্ন

সিএসইর এমডি পদে শওকত হোসেনের নিয়োগ অনুমোদন

  • পোস্ট হয়েছে : বুধবার, ২৫ মে, ২০২২
dse-cse-1

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক পদে শওকত হোসেনের নিয়োগ প্রস্তাব অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। এর আগে এক্সচেঞ্জটির পর্ষদ তাকে এমডি হিসেবে নিয়োগের জন্য নির্বাচিত করে তা অনুমোদনের জন্য বিএসইসির কাছে পাঠিয়েছিল। কমিশন সেটি অনুমোদন করেছে।

সিএসই সূত্রে জানা গেছে, এমডি পদে শওকত হোসেনের নিয়োগ প্রস্তাব অনুমোদনের বিষয়ে বিএসইসির চিঠি পাওয়ার পর তাকে এক্সচেঞ্জটির পক্ষ থেকে এমডি পদের সুযোগ-সুবিধা ও দায়িত্ব কর্তব্যের বিষয়ে অবহিত করে তিনি এ দায়িত্ব গ্রহণে রাজি আছেন কিনা সেটি জানতে চাওয়া হবে। তিনি রাজি থাকলে তখন এক্সচেঞ্জটির পক্ষ থেকে তাকে নিয়োগপত্র দেয়া হবে।

শওকত হোসেন বিডি ভেঞ্চার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ব্যাংকিং, ভেঞ্চার ক্যাপিটাল, আর্থিক ব্যবস্থাপনা ও হিসাব পেশায় তার ৩৫ বছরের অভিজ্ঞতা রয়েছে। তিনি উন্নয়ন সংস্থা ব্র্যাক, ব্র্যাক ব্যাংক, প্রাইম ব্যাংক ও আইসিডিডিআর বিতে কাজ করেছেন।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ