1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
ডিএসইএক্স সূচক দুই শতাংশ বাড়লেও লেনদেন কমেছে
রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ১২:২৭ পূর্বাহ্ন

ডিএসইএক্স সূচক দুই শতাংশ বাড়লেও লেনদেন কমেছে

  • পোস্ট হয়েছে : বুধবার, ২৫ মে, ২০২২

পুঁজিবাজারে টানা পতনের পর চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস গতকাল সোমবার ইতিবাচক ধারায় ফিরেছে দেশের পুঁজিবাজার। ঊর্ধ্বমুখী এ বাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স সূচক প্রায় দুই শতাংশ বাড়লেও গতকাল লেনদেন কমেছে ২৩ কোটি ২৭ লাখ টাকা। এদিন ডিএসইতে সূচকের বড় উত্থানের পাশাপাশি সিংহভাগ কোম্পানির শেয়ারদর বেড়েছে। দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ১১৮ দশমিক ৮৬ পয়েন্ট বা ১ দশমিক ৯৩ শতাংশ বেড়ে ছয় হাজার ২৬১ দশমিক ৫৪ পয়েন্টে পৌঁছায়। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ১৫ দশমিক ২৬ পয়েন্ট বা ১ দশমিক ১২ শতাংশ বেড়ে এক হাজার ৩৭৬ দশমিক ৯৯ পয়েন্টে অবস্থান করে। অন্যদিকে ডিএস৩০ সূচক ৩২ দশমিক ৫৮ পয়েন্ট বা ১ দশমিক ৪৩ শতাংশ বেড়ে দুই হাজার ৩০৯ দশমিক ৭৫ পয়েন্টে স্থির হয়।

ডিএসইতে এদিন মোট ৩৭৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। দর বেড়েছে ৩৪৩টির এবং কমেছে ১৯টির। বাকি ১৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারদর অপরিবর্তিত ছিল। গতকাল ডিএসইতে লেনদেন হয় ৬৫৮ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৮২ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসাবে গতকাল লেনদেন কমেছে ২৩ কোটি ২৭ লাখ টাকা। ডিএসইতে এদিন ১৭ কোটি ৬৫ লাখ ৪১ হাজার ৭৩৯টি শেয়ার ১ লাখ ৪৫ হাজার ৭০৮ বার হাতবদল হয়। গতকাল লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত সূচকের উত্থান-পতনের চিত্র গেছে।

ডিএসইতে গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। কোম্পানিটির ৪৮ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। শেয়ারটির দর ৫ টাকা ২০ পয়সা বেড়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা শাইনপুকুর সিরামিকস লিমিটেডের ৩৮ কোটি ৬০ লাখ টাকার লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ারদর ১ টাকা ১০ পয়সা বেড়েছে। এছাড়া লেনদেনের শীর্ষ ১০-এ থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে জেএমআই হসপিটাল অ্যান্ড রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের ২৬ কোটি ৯৩ লাখ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ২১ কোটি ৩১ লাখ, আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ২০ কোটি ৬৩ লাখ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ১৫ কোটি ৪১ লাখ, এসিআই ফরমুলেশনস লিমিটেডের ১২ কোটি ৮ লাখ, ফরচুন শুজ লিমিটেডের ১১ কোটি ৯৩ লাখ এবং ওরিয়ন ফার্মা লিমিটেডের ১০ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

গতকাল ৯ দশমিক ৮৭ শতাংশ বেড়ে দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড। এর পরের অবস্থানে থাকা মাইডাস ফাইন্যান্সিং লিমিটেডের ৯ দশমিক ৭৫ শতাংশ, প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেডের ৯ দশমিক ৬৫ শতাংশ এবং ন্যাশনাল ফিড মিলের ৯ দশমিক ৫২ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ১৯২ দশমিক ০২ পয়েন্ট বা ১ দশমিক ৭৭ শতাংশ বেড়ে ১১ হাজার ৩৯ দশমিক ৬৪ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৩২২ দশমিক ২৮ পয়েন্ট বা ১ দশমিক ৭৮ শতাংশ বেড়ে ১৮ হাজার ৪০০ পয়েন্টে অবস্থান করে। সিএসইতে ২৭৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। দর বেড়েছে ২০৭টির, কমেছে ৫১টির এবং ১৬টির দর অপরিবর্তিত ছিল।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ