দেশের শেয়ারবাজারে ওভার দ্যা মার্কেটে (ওটিসি) থাকা কোম্পানি এপেক্স ওয়েভিং অ্যান্ড ফিনিসিং মিলস লিমিটেড ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য নো ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা দিয়েছে।
আজ অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৩০ পয়সা। যা আগের বছর একই সময় লোকসান হয়েছিল ১ টাকা ৫০ পয়সা।
এছাড়া আলোচিত সময় শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১.৬৫ টাকা ঋণাত্নক। যা আগের বছর একই সময় এনওসিএফপিএস ছিল ০.৩৫ টাকা।
আর শেয়ার প্রতি প্রকৃত দায় হয়েছে ১১ টাকা ৫৯ পয়সা। যা আগের বছর একই সময় দায় ছিল ১০ টাকা ২৯ পয়সা।
এদিকে ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৪ ডিসেম্বর, সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।
এ বিষয় সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ নভেম্বর।