1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
এসএস স্টিলের লেনদেন এ ক্যাটাগরিতে
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৩:৩৮ পূর্বাহ্ন

এসএস স্টিলের লেনদেন এ ক্যাটাগরিতে

  • পোস্ট হয়েছে : রবিবার, ২২ মে, ২০২২

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসএস স্টিল লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। ৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের ১০ শতাংশ লভ্যাংশ দেয়ায় কোম্পানিটিকে ‘বি’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। আজ রোববার থেকে পরিবর্তিত ক্যাটাগরিতে লেনদেন করবে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত বছরের ২৪ নভেম্বর অনুষ্ঠিত পর্ষদ সভা থেকে ২০২১ হিসাব বছরের জন্য মোট ১০ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছিল এসএস স্টিলের পরিচালনা পর্ষদ। এর মধ্যে উদ্যোক্তা পরিচালক বাদে বাকি শেয়ারহোল্ডারদের ২ শতাংশ নগদ ও সব শেয়ারহোল্ডারদের ৮ শতাংশ স্টক লভ্যাংশ। পরবর্তী সময়ে বার্ষিক সাধারণ সভায় নগদ লভ্যাংশ অনুমোদন পায়। তবে স্টক লভ্যাংশের জন্য নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন প্রয়োজন হয়। গত ৫ এপ্রিল কোম্পানিটি জানিয়েছিল বিএসইসি তাদের সর্বশেষ সমাপ্ত হিসাব বছরের জন্য ঘোষিত বোনাস লভ্যাংশের আবেদন বাতিল করে দিয়েছে। পরে দ্বিতীয়বারের মতো বোনাস লভ্যাংশে অনুমোদন চেয়ে আবেদন জানায় এসএস স্টিল। সেই আবেদনের পরিপেক্ষিতে শর্তসাপেক্ষে কোম্পানিটির বোনাস লভ্যাংশে অনুমোদন দেয় নিয়ন্ত্রক সংস্থা। শর্ত দেয়া হয়, আগামী তিন বছর কোম্পানিটি আর কোনো বোনাস লভ্যাংশ ঘোষণা করতে পারবে না। এছাড়া সর্বশেষ সমাপ্ত হিসাব বছরের জন্য ঘোষিত বোনাস লভ্যাংশ কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের ক্ষেত্রে লক ইন থাকবে। অনুমোদন পাওয়া এ বোনাস লভ্যাংশ সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের বিও হিসাবে হস্তান্তর করে কোম্পানিটি। যে কারণে সমাপ্ত বছরের জন্য নগদ ও স্টক বা বোনাস মিলে ১০ শতাংশ লভ্যাংশ বিতরণ করায় কোম্পানিটির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ