1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
ঋণ পরিশোধে শেয়ার বিক্রি করতে হবে না আইসিবির
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১২:৪৯ পূর্বাহ্ন

ঋণ পরিশোধে শেয়ার বিক্রি করতে হবে না আইসিবির

  • পোস্ট হয়েছে : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
Icb

শেয়ার বিক্রি করতে হবে না ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশেকে (আইসিবি)। পুঁজিবাজারে বিনিয়োগের জন্য আরও নতুন ফান্ড দেওয়া হচ্ছে।

পুঁজিবাজারকে সাপোর্ট দেওয়ার জন্য প্রতিষ্ঠা করা হয়েছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি)। প্রতিষ্ঠানটি নিজস্ব ফান্ড ও বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে পুঁজিবাজারে বিনিয়োগ করে। ফলে সময়ে সময়ে শেয়ার বিক্রি করে তা পরিশোধ করতে হয়।

এবার রাশিয়া,ইউক্রেন ও শ্রীলংকার সংকটের প্রভাব সারা বিশ্বেই পড়েছে। বাংলাদেশও এর বাহিরে নয়। এর প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতে। ফলে পুঁজিবাজারেও এর প্রভা পড়েছে।

অন্যদিকে ব্যাংকে টাকা সংকটের কারণে বিভিন্ন প্রতিষ্ঠানের টাকা ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) কাছ থেকে ফেরত চাওয়া হচ্ছে। ফলে শেয়ার বিক্রি করে টাকা (ঋণ) পরিশোধ করার সিদ্ধান্ত নিয়েছিলো আইসিবি। কিন্তু এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে প্রতিষ্ঠানটি। আপাততো আর শেয়ার বিক্রি করতে হচ্ছে না আইসিবিকে । একই সাথে পুঁজিবাজারকে সাপোর্ট দেওয়ার জন্য ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ) থেকে আরও ৫০ কোটি টাকা দেওয়া হবে।

এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, ঋণের টাকা পরিশোধ করার জন্য শেয়ার বিক্রি শুরু করেছিলো আইসিবি। তবে এখন আর শেয়ার বিক্রি করতে হবে না। ঋণ নবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যদিকে পুঁজিবাজাকে সাপোর্ট দেওয়ার জন্য আইসিবিকে সিএমএসএফ থেকে আরও ৫০ কোটি টাকা দেওয়া হবে

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ