সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ৭৭৪ বারে ৭ লাখ ৫৭ হাজার ৫৭৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৪৮ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে ফনিক্স ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ১১৫ বারে ১ লাখ ৪১ হাজার ৮৩৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬৪ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা তমিজউদ্দিন টেক্সটাইলের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৯৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪৫০ বারে ৫২ হাজার ৭৫৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৮ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে-এসিআই ফর্মুলেশনের ৪.৯৯ শতাংশ, আলহাজ্ব টেক্সটাইলের ৪.৯৯ শতাংশ, জেমিনি সী ফুডের ৪.৯৯ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ৪.৯৯ শতাংশ, আইপিডিসির ৪.৯৯ শতাংশ, মনোস্পুল পেপারের ৪.৯৯ শতাংশ এবং এপেক্স ফুডসের শেয়ার দর ৪.৯৯ শতাংশ কমেছে।