1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
হাজার টাকার লাল নোট বাতিল নয় : কেন্দ্রীয় ব্যাংক
বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ০৯:১৯ পূর্বাহ্ন

হাজার টাকার লাল নোট বাতিল নয় : কেন্দ্রীয় ব্যাংক

  • পোস্ট হয়েছে : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
Thusand-taka

সামাজিক যোগাযোগ মাধ্যমে লাল ১০০০ টাকার নোট বাতিলের যে খবর প্রচার হচ্ছে তা সম্পূর্ণ ‘গুজব’, ‘ভুয়া’ এবং ‘মিথ্যা’ বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকটি জানিয়েছে, লাল ১০০০ টাকার নোট বাতিল নয়।

বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র কমিউনিকেশন অ্যান্ড পাবলিকেশন্স বিভাগের মহাব্যবস্থাপক জী এম আবুল কালাম আজাদ বলেন, লাল ১০০০ নোট বাতিলের বিষয়টি সত্য নয়। এটি একটি ‘গুজব’। এ ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম একটি ‘বিশেষ নোটিশ’ অনেকে শেয়ার করে। এরপর ‘লাল ১০০০ টাকার নোট বাতিল করার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক’- এমন তথ্য প্রচার করেছে বেসরকারি টেলিভিশন। তারা এ ভুয়া তথ্য কোথায় পেয়েছে আমরা জানি না।

এ ধরনের গুজব মানুষের মধ্যে ভয়, বিভ্রান্তি সৃষ্টি করে। বাংলাদেশ ব্যাংক নোট বাতিলের কোনো সিদ্ধান্ত নেয়নি। তাই জনসাধারণকে এ ধরনের গুজবে কান না দেওয়া পরামর্শ দেন তিনি। তাছাড়া যারা এই গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন তিনি।

উল্লেখ্য, দেশে এক হাজার টাকার দুটি নোট প্রচলিত আছে। এর মধ্যে একটি নোট কিছুটা বেগুনি রঙের অন্য নোটটি কিছুটা লালচে রঙের।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ