1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
  3. [email protected] : muzahid : muzahid
  4. [email protected] : woishi : woishi
সপ্তাহিক লেনদেনের শীর্ষে ১০ কোম্পানি
সোমবার, ১৩ মে ২০২৪, ০৩:১৭ পূর্বাহ্ন

সপ্তাহিক লেনদেনের শীর্ষে ১০ কোম্পানি

  • পোস্ট হয়েছে : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
top-10-gainer

প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (০৩-০৭ এপ্রিল) মোট লেনদেন হয়েছে ৩ হাজার ৩৯ কোটি ২৭ লাখ ৪৯ হাজার ৫৭১ টাকার শেয়ার ও ইউনিট। এরমধ্যে শীর্ষ লেনদেনের তালিকায় থাকা ১০ কোম্পানির লেনদেন হয়েছে ৯০৫ কোটি ৬২ লাখ ৬৪ হাজার টাকা। এই ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল মোট লেনদেনের ২৯.৮০ শতাংশ। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

শীর্ষ লেনদেনের ১০ কোম্পানি হলো বেক্সিমকো লিমিটেড, আইপিডিসি ফাইন্যান্স, লাফার্জহোলিসিম, ভিএফএস থ্রেড, জিএসপি ফাইন্যান্স, নাহি অ্যালুমিনিয়াম, জেনেক্স ইনফোসিস, প্রভাতী ইন্সুরেন্স, ইয়াকিন পলিমার এবং সোনালী পেপার।

গেল সপ্তাহে লেনদেনে শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৩১ লাখ ৬৬ হাজার ২৭৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৯৭ কোটি ৪৩ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৬.৫০ শতাংশ।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আইপিডিসি ফাইন্যান্স। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ৫০ লাখ ৬৮ হাজার ৯৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৫৬ কোটি ৫৬ লাখ ৪৯ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৫.১৫ শতাংশ।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে লাফার্জহোলিসিম। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৭৪ লাখ ৫০ হাজার ৬৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৩৭ কোটি ৩৯ লাখ ১৭ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪.৫২ শতাংশ।

লেনদেনের চতুর্থ দখল করেছে ভিএফএস থ্রেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির কোম্পানিটির ৩ কোটি ১ লাখ ৭ হাজার ৪১৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭৭ কোটি ৮০ লাখ ৮ হাজার টাকার। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.৫৬ শতাংশ।

তালিকার পঞ্চম স্থানে রয়েছে জিএসপি ফাইন্যান্স। কোম্পানিটির ২ কোটি ৬১ লাখ ১৮ হাজার ৮৩৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭৬ কোটি ৮২ লাখ ৮০ হাজার টাকার। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.৫৩ শতাংশ।

তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে নাহি অ্যালুমিনিয়াম। কোম্পানিটির ৮৫ লাখ ৯ হাজার ৮৫১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৬০ কোটি ৬২ লাখ ২৪ হাজার টাকার। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ১.৯৯ শতাংশ।

গেল সপ্তাহে লেনদেন তালিকার সপ্তম স্থানে উঠে এসেছে জেনেক্স ইনফোসিস। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪৩ লাখ ৯৫ হাজার ২৪৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৫৩ কোটি ০১ লাখ ৮৯ হাজার টাকার। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ১.৭৪ শতাংশ।

লেনদেনের তালিকার অষ্টম স্থানে রয়েছে প্রভাতী ইন্সুরেন্স। কোম্পনিটির ৪২ লাখ ৮৭ হাজার ৮৬০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪৯ কোটি ৭২ লাখ ৯২ হাজার টাকার। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ১.৬৪ শতাংশ।

ইয়াকিন পলিমার লেনদেন তালিকার নবম স্থানে রয়েছে। কোম্পানিটির ২ কোটি ১ লাখ ৭৮ হাজার ৭৮২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪৯ কোটি ৮৫ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ১.৬১ শতাংশ।

সোনালী পেপারের লেনদেন তালিকার দশম স্থানে রয়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৫ লাখ ৬৮ হাজার ১০৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪৭ কোটি ২২ লাখ ৫০ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ১.৫৫ শতাংশ।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ