সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বাড়ার শীর্ষে রয়েছে জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৬০.৪৫ শতাংশ বেড়েছে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।
আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বমোট ১ লাখ ৪৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২৯ হাজার ৪০০ টাকা।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ৯.৯০ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৪ কোটি ৬৬ লাখ ১৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৯৩ লাখ ২৩ হাজার টাকা।
মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ৭ দশমিক ৭৮ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৩৯ কোটি ৫১ লাখ ৩৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭ কোটি ৯০ লাখ ২৭ হাজার টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বিকন ফার্মাসিটিক্যালস, রংপুর ফাউন্ডারি, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল, লাফার্জহোলসিম বাংলাদেশ, কাট্টালি টেক্সটাইল, সী পার্ল বীচ রিসোর্ট ও বিবিএস কেবলস লিমিটেড।