1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
দরপতনে তলানিতে লেনদেন
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:৪৫ অপরাহ্ন

দরপতনে তলানিতে লেনদেন

  • পোস্ট হয়েছে : বুধবার, ৬ এপ্রিল, ২০২২
dse-cse-loss

পুঁজিবাজারে ধারাবাহিক দরপতনে লেনদেন আরও তলানিতে নেমেছে। আজ বুধবারও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন ৫০০ কোটির নিচে নেমে গেছে। যা গত ১ বছরের মধ্যে সর্বনিম্ন লেনদেন ডিএসইতে।

এর আগে গত বছরের ১২ এপ্রিল ডিএসইতে ৪৯৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসইতে ৪৯০ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৮৫ কোটি ৩২ লাখ টাকা কম। গতকাল ডিএসইতে ৫৭৫ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৬৬২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৫৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৪৫৯ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৭৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৪টির, কমেছে ২৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৭৭ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ২২ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ