1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
রোববার দর বৃদ্ধির শীর্ষে যে ১০ কোম্পানি
রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ০৩:৩২ পূর্বাহ্ন

রোববার দর বৃদ্ধির শীর্ষে যে ১০ কোম্পানি

  • পোস্ট হয়েছে : রবিবার, ৩ এপ্রিল, ২০২২

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৩ এপ্রিল) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১২৯টির বা ৩৪.০৩ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে নতুন তালিকাভুক্ত জেএমআই হসপিটালের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আগের কার্যদিবস বৃহস্পতিবার নতুন তালিকাভুক্ত জেএমআই হসপিটালের ক্লোজিং দর ছিল ২২ টাকা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ২৪ টাকা ২০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ২০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে জেএমআই হসপিটালের ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে আইপিডিসি ফাইন্যান্স ৯.৯২ শতাংশ, সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের ৮.৯১ শতাংশ, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ৮.১৬ শতাংশ, বে-লিজিংয়ের ৭.৪৭ শতাংশ, ইসলামি ফাইন্যান্সের ৬.২২ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ৫.৩৩ শতাংশ, ইউনাইটেড ফাইন্যান্সের ৫.৩১ শতাংশ, লংকাবাংলা ফাইন্যান্সের ৫.২৬ শতাংশ এবং মোজাফ্ফর হোসেন স্পিনিংয়ের ৫ শতাংশ দর বেড়েছে।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ