পুঁজিবাজারে তালিকাভুক্ত দুইটি কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয়ের পর তা প্রকাশ করা হয়েছে। কোম্পানি দুইটি হলো- ভিএফএস থ্রেড ডাইং ও সায়হাম কটন। বৃহস্পতিবার (৩১ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এতথ্য জানা গেছে।
এর মধ্যে সায়হাম কটনকে রেটিং দিয়েছে এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি) এবং ভিএফএস থ্রেড ডাইংকে রেটিং দিয়েছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস (এনসিআর)।
ভিএফএস থ্রেড ডাইংয়ের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘বিবিবি’ এবং স্বল্পমেয়াদী রেটিং হয়েছে ‘এসটি-৩।‘ ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
এদিকে সায়হাম কটনের রেটিং হয়েছে ‘এ১।‘ ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছর এবং ২০২২ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ব্যাংক লাইবেলিটি পজিশন অনুসারে এই রেটিং নির্ণয় করা হয়েছে।