টানা প্রায় ১২ মাস বন্ধ থাকার পর উৎপাদনে ফিরেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সামিট পাওয়ার লিমিটেডের ১০২ মেগাওয়াট এইচএফও নারায়ণগঞ্জ (মদনগঞ্জ) পাওয়ার প্লান্ট।
কোম্পানিটি জানিয়েছে, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) থেকে মৌখিক সম্মতি পাওয়ার পর গত ২৪ মার্চ থেকে উৎপাদন শুরু করেছে পাওয়ার প্লান্টটি।
এর আগে গত সপ্তাহে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে সামিট পাওয়ারের এই প্লান্ট থেকে ‘নো ইলেকট্রিসিটি নো পেমেন্ট’ এর ভিত্তিতে দুই বছরের জন্য বিদ্যুৎ কেনার এই অনুমোদন দেয়া হয়। অর্থাৎ এই প্লান্ট থেকে বিদ্যুৎ সরবরাহ না করলে সরকারকে কোনো মূল্য পরিশোধ করতে হবে না।
মন্ত্রিসভার অনুমোদন পাওয়ার পর বিপিডিবি থেকে তাদের উৎপাদন শুরু করার জন্য মৌখিক সম্মতি দেয়া হয়। আনুষ্ঠানিক কোনো চিঠি না পেলেও এই সম্মতির পর পুনরায় উৎপাদন শুরু করেছে কোম্পানিটি।
এর আগে গত বছরের ১ এপ্রিল পাওয়ার প্লান্টের কার্যক্রম বন্ধ করা হয়।