1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
আজ লেনদেন বন্ধ ২ কোম্পানির
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৮:৫৬ পূর্বাহ্ন

আজ লেনদেন বন্ধ ২ কোম্পানির

  • পোস্ট হয়েছে : বুধবার, ২৩ মার্চ, ২০২২

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির লেনদেন বিশেষ সাধারণ সভা (ইজিএম) ও বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আজ বন্ধ থাকবে। কোম্পানি দুটি হলো রেনাটা লিমিটেড ও ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

রেনাটা: সাবসিডিয়ারি দুই কোম্পানি রেনাটা এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও পুর্নভা লিমিটেডকে একীভূতকরণের সিদ্ধান্ত নিয়েছে রেনাটা লিমিটেড। হাইকোর্ট ও প্রয়োজনীয় অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে কোম্পানি দুটির সব সম্পদ ও দায় গ্রহণের মাধ্যমে এ একীভূতকরণে সম্পন্ন করা হবে। এরই মধ্যে খসড়া একীভূতকরণ স্কিমে অনুমোদন দিয়েছে রেনাটার পরিচালনা পর্ষদ। খসড়া একীভূতকরণ স্কিমে শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ১৬ এপ্রিল বিশেষ সাধারণ সভার (ইজিএম) আয়োজন করবে তারা।

ইউনিলিভার কনজিউমার কেয়ার: ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য ৪৪০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সুপারিশ করেছে ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড। ঘোষিত এ লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ১৭ মে ভার্চুয়াল মাধ্যমে এজিএম আহ্বান করা হয়েছে।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ