ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২১ মার্চ) ব্লক মার্কেটে ৩৬টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৩৪ কোটি ৫১ লাখ ৭০ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আজ ব্লকে তিন কোম্পানির বড় লেনদেন হয়েছে। এই তিন কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ১৫ কোটি ৪৮ লাখ ৪৫ হাজার টাকার।
কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে রয়েছে ড্রাগন সোয়েটার। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫ কোটি ৪৮ লাখ ১২ হাজার টাকার।
দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে রেনাটা লিমিটেডের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫ কোটি ১৯ হাজার টাকার।
তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ইবনেসিনা ফার্মার। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫ কোটি ১৪ হাজার টাকার।
এছাড়া, বার্জার পেইন্টসের ২ কোটি ৮৪ লাখ ৪০ হাজার টাকার, এডিএন টেলিকমের ২ কোটি ৬৮ লাখ ১১ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ২ কোটি ৫৬ লাখ টাকার, আলহাজ টেক্সটাইলের ২ কোটি ৪৫ লাখ ৫০ হাজার টাকার, কেএন্ডকিউ এর ২ কোটি ২৭ লাখ ৬৪ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ১ কোটি ২৫ লাখ ৮ হাজার টাকার, মোজাফফর হোসেন স্পিনিংয়ের ১ কোটি ২২ লাখ ৮৫ হাজার টাকার, অ্যাসোসিয়েট অক্সিজেনের ৫৪ লাখ ৯১ হাজার টাকার, বিডি থাই ফুডের ৩৪ লাখ ১১ হাজার টাকার, আমরা নেটওয়ার্কের ২৬ লাখ ৭০ হাজার টাকার, এইচআর টেক্সটাইলের ২৩ লাখ ৬৫ হাজার টাকার, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ২১ লাখ ২০ হাজার টাকার,র আইপিডিসি ফাইন্যান্সের ১৯ লাখ ১৪ হাজার টাকার, ফনিক্স ফাইন্যান্সের ১৮ লাখ ৯৩ হাজার টাকার, লাভেলো আইসক্রিমেরর ১৮ লাখ ১৫ হাজার টাকার, রবি আজিয়াটার ১৪ লাখ ৫৮ হাজার টাকার, কাট্টালি টেক্সটাইলের ১৩ লাখ ৯৩ হাজার টাকার, সিএন্ডএ টেক্সটাইলের ১৩ লাখ ৮০ হাজার টাকার, ইন্ট্রাকো সিএনজির ১৩ লাখ ২৬ হাজার টাকার, কেয়া কসমেটিকসের ৯ লাখ ৯৩ হাজার টাকার, সালভো কেমিক্যালের ৯ লাখ ৩০ হাজার টাকার, নাহি অ্যালুমিনিয়ামের ৯ লাখ ২১ হাজার টাকার, বিডিকমের ৮ লাখ ৬৬ হাজার টাকার, জিএসপি ফাইন্যান্সের ৮ লাখ ২২ হাজার টাকার, জিবিবি পাওয়ারের ৭ লাখ ২৬ হাজার টাকার, বসুন্ধরা পেপারের ৭ লাখ ২০ হাজার টাকার, ব্যাংক এশিয়ার ৭ লাখ ১৩ হাজার টাকার, সোনালী পেপারের ৭ লাখ ১০ হাজার টাকার, আরএকে সিরামিকের ৫ লাখ ৯৮ হাজার টাকার, দেশবন্ধু পলিমারের ৫ লাখ ৭৮ হাজার টাকার, ইয়াকিন পলিমারের ৫ লাখ ২৪ হাজার টাকার, এনআরবিসি ব্যাংকের ৫ লাখ ১৬ হাজার টাকার, ৫ লাখ ১৫ হাজার টাকার ইউনিট ও শেয়ার লেনদেন হয়েছে।