1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
‘সর্বোচ্চ ১০ শতাংশ কমবে শেয়ারের দাম, খবরটি গুজব’
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:২১ অপরাহ্ন

‘সর্বোচ্চ ১০ শতাংশ কমবে শেয়ারের দাম, খবরটি গুজব’

  • পোস্ট হয়েছে : রবিবার, ২০ মার্চ, ২০২২
BSEC

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ারের দাম কমার ক্ষেত্রে সর্বোচ্চ সীমা ১০ শতাংশ করার বিষয়টি গুজব বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সম্প্রতি শেয়ারের দাম কমার ক্ষেত্রে সর্বোচ্চ সীমা ২ শতাংশ থেকে ১০ শতাংশ করার হচ্ছে বলে গুজব ছড়ানো হয়। ফলে ভিত্তিহীন এ তথ্য গুজব আকারে ছড়ানোর কারণে শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব পড়েছে।

তবে এ বিষয়টিকে পুরোপুরি ভিত্তিহীন বলে জানিয়েছে বিএসইসি। বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম গণমাধ্যমকে জানান, শেয়ারের দাম কমার ক্ষেত্রে সর্বোচ্চ সীমা ২ শতাংশ থেকে ১০ শতাংশে উন্নীত করা হবে- এমন খবর সত্য নয়। কমিশর এ ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি। বিষয়টি সম্পূর্ণ ভিতিত্তহীন। কেনো একটি চক্র উদ্দেশ্য প্রণোদিতভাবে এমন তথ্য ছড়িয়েছে।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে শেয়ারবাজারে ধারাবাহিক দরপতন রোধে গত ৮ মার্চ বিএসইসি কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ এক সংবাদ সম্মেলনে জানান, শেয়ারের দাম কমার ক্ষেত্রে সর্বোচ্চ সীমা ২ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। ৯ মার্চ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ