মহাআড়ম্বরে কাল (২০ মার্চ) উদযাপিত হয়েছে ‘ওয়ালটন ডে’। এ উপলক্ষে দেশ-বিদেশে ওয়ালটনের সব অফিসসহ সারা দেশের সেলস ও সার্ভিস আউটলেটগুলোতে দিনব্যাপী ছিল নানা আয়োজন। কর্মসূচির মধ্যে আছে—জাতীয় পতাকা ও ওয়ালটন পতাকা উত্তোলন, শ্বেত কপোত অবমুক্তকরণ, কেক কাটা, আনন্দ র্যালি ও বৃক্ষরোপণসহ বর্ণাঢ্য সব আয়োজন।
রোববার (২০ মার্চ) সকালে রাজধানীর বসুন্ধরায় ওয়ালটনের করপোরেট অফিসে জাতীয় পতাকা এবং ওয়ালটন পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও গোলাম মুর্শেদ। এরপর বেলুন ওড়ানো এবং শ্বেত কপোত অবমুক্ত করা হয়। ঊর্ধ্বতন কর্মকর্তাদের শুভেচ্ছা বক্তব্যের পর কাটা হয় বিশালাকার কেক।
ওয়ালটন ডে উপলক্ষে সকাল ১০টা ৪৫ মিনিটে সারা দেশে একযোগে র্যালি শুরু হয়েছিল। গাজীপুরের চন্দ্রায় ওয়ালটনের সদর দপ্তরসহ দেশ-বিদেশে ওয়ালটনের বিভিন্ন অফিসে অনুরূপ কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। দেশব্যাপী ওয়ালটনের সেলস ও সার্ভিস আউটলেটগুলো বর্ণিল সাজে সাজবে। গ্রাহক ও শুভানুধ্যায়ীদের নিয়ে নানা আয়োজনে দিনটি উদযাপন করে ওয়ালটন পরিবার।