1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
বিনিয়োগকারীদের ঝোঁক বাড়ছে বস্ত্র খাতের শেয়ারে
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১০:০১ অপরাহ্ন

বিনিয়োগকারীদের ঝোঁক বাড়ছে বস্ত্র খাতের শেয়ারে

  • পোস্ট হয়েছে : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
Big heap of colorful clothes on sky background

মহামারি করোনাভাইরাসের মধ্যেও গত দুই বছর ইর্ষণীয় মুনাফা দেখিয়েছে বস্ত্রখাতের কোম্পানিগুলো। মুনাফায় গতি আসায় খাতটির বেশিরভাগ কোম্পানি বিনিয়োগকারীদের ভালো লভ্যাংশের মুখও দেখিয়েছে। যে কারণে ২০২১ সাল জুড়ে ছিল বস্ত্র খাতের শেয়ারে জয়জয়গান।

তবে চলতি বছরের শুরু থেকে পুঁজিবাজারে মন্দাভাব দেখা দেওয়ায় বস্ত্র খাতের শেয়ারে চলছে পতনের মাতম। গত তিন মাসের ব্যবধানে বেশিরভাগ কোম্পানিই শেয়াদর হারিয়েছে ২৫ থেকে ৩৫ শতাংশ।

উপরন্তু, রাশিয়া ইউক্রেন যুদ্ধের খবরে বস্ত্র খাতের শেয়ারে পতনের পাল্লা আরও ভারী হয়েছে। অনেকদিন পর আজ খাতটি ঘুরে দাঁড়াতে দেখা গেছে। এখাতের বেশিরভাগ কোম্পানির শেয়ারদর আজ ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন করেছে। বিশেষ করে স্পিনিং খাতের কোম্পানিগুলোর লেনদেন ও শেয়ার দরে ছিল আজ আশাব্যঞ্জক গতি। স্পিনিং খাতের ব্যবসার ভালোর খবরে বিনিয়োগকারীরা যেন বিশেষ মনোযোগ দিতে শুরু করেছে।

আজ মঙ্গলবার বস্ত্র খাতের ৫৮টি কোম্পানির মধ্যে ৪৫টি বা ৭৮ শতাংশ কোম্পানির দর বেড়েছে, ১৫টি বা ২৬ শতাংশ কোম্পানির দর কমেছে এবং ৫টি বা ৬ শতাংশ কোম্পানির দর অপরিবর্তিত রয়েছে।

দর বৃদ্ধির পাওয়া কোম্পানিগুলোর মধ্যে রয়েছে এনভয় টেক্সটাইল, কুইনসাউথ টেক্সটাইল, ড্রাগন স্যোয়েটার, মালেক স্পিনিং, ডেল্টা স্পিনিং, মেট্রো স্পিনিং, ম্যাকসন্স স্পিনিং, খান ব্রাদার্স, তাল্লু স্পিনিং।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ