ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৭ মার্চ) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৭টির বা ১.৮৪ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে বিডিকমের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস রোববার বিডিকমের ক্লোজিং দর ছিল ২৩ টাকা ৬০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ২৫ টাকা ৯০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৩০ পয়সা বা ৯.৭৪ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে বিডিকম ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে তমিজউদ্দিন টেক্সটাইলের ৫.৩৩ শতাংশ, এডিএন টেলিকমের ৩.৯১ শতাংশ, ডাচবাংলা ব্যাংকের ১.৬৪ শতাংশ, রবি আজিয়াটার ১.১৩ শতাংশ, পদ্মা অয়েলের ১.০৩ শতাংশ এবং ফার্স্ট প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ডের ০.৫৬ শতাংশ।