1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
আলোয় ঝলমল মিউচুয়াল ফান্ড
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৯:১৫ পূর্বাহ্ন

আলোয় ঝলমল মিউচুয়াল ফান্ড

  • পোস্ট হয়েছে : রবিবার, ৬ মার্চ, ২০২২

রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের কারণে যেখানে সবগুলো খাতের শেয়ারে ত্রাহি ত্রাহি অবস্থা, সেখানে মিউচ্যয়াল ফান্ড খাতে আলো ঝলমল করতে শুরু করেছে। আজ শেয়ারবাজারে ২০টি খাতের মধ্যে সবচেয়ে বেশি ভালো অবস্থায় রয়েছে মিউচ্যুয়াল ফান্ড খাত। দীর্ঘদিন তলানিতে পড়ে থাকা এই খাতের প্রতিষ্ঠানগুলোর ইউনিটহোল্ডারদের মাঝে কিছুটাও হলেও আশার আলো জেগেছে।

বাজার বিশ্লেষকরা মনে করছেন, গেলো বছর মিউচ্যুয়াল ফান্ড খাতের বেশিরভাগ প্রতিষ্ঠান ইউনিটহোল্ডারদের ভালো ডিভিডেন্ড দিয়েছে। ভালো ব্যবসা করার কারণে এবারও সেই পথেই হয়তো হাঁটবে প্রতিষ্ঠানগুলো। বিনিয়োগকারীরা ভাবছে কম বিনিয়োগে সর্বোচ্চ রিটার্ণ পাওয়ার বিশ্বাসযোগ্য এবং কম ঝুঁকিপূর্ণ হচ্ছে মিউচ্যুয়াল ফান্ড। প্রতিষ্ঠানগুলোর ডিভিডেন্ডের সময়ও এগিয়ে আসেছে। তাই দীর্ঘদিন পরে এই প্রতিষ্ঠানগুলোর ইউনিটের কদর বাড়তে শুরু করেছে।

যে সকল বিনিয়োগকারী কম ঝুঁকি নিয়ে বিনিয়োগ করতে চায়, সেসব বিনিয়োগকারীরা মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগ করে। ডিভিডেন্ড সময় এগিয়ে আসায় এই প্রতিষ্ঠানগুলোর প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়েছে। এরই ধারাবাহিকতায় মিউচুয়াল ফান্ড খাতে ৩৬টি ইউনিটের মধ্যে আজ দর বেড়েছে ৩০টির বা ৮৩.৩৪ শতাংশ প্রতিষ্ঠানের। দর অপরিবর্তিত রয়েছে ৬টি বা ১৬.৬৬ শতাংশ প্রতিষ্ঠানের। আজ এই খাতে মোট লেনদেন হয়েছে ১২ কোটি ২৪ লাখ টাকা। যা সাম্প্রতিক সময়ের মধ্যে সর্বোচ্চ।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ মিউচ্যুয়াল ফান্ডের বেশিরভাগ ইউনিটের দর বৃদ্ধির ফলে আজ ডিএসইর টপটেন গেইনারের তালিকায় পাঁচটি ফান্ড জায়গা করে নিয়েছে। এরমধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা সবগুলো প্রতিষ্ঠানের মধ্যে সবার শীর্ষে ওঠে এসেছে ফার্স্ট প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড। আজ ফান্ডটির ইউনিটের দর বেড়েছে ১ টাকা ৬০ পয়সা বা ৯.৮৭ শতাংশ বেড়েছে। আগের দিন বৃহস্পতিবার ইউনিটটির দর ছিল ১৬ টাকা ২০ পয়সা। আজ লেনদেন শেষে ক্লোজিং হয়েছে ১৭ টাকা ৮০ পয়সায়।

এছাড়া, দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ডের ৯.৫৫ শতাংশ, এসইএম লেকচার মিউচুয়াল ফান্ডের ৫.৬৮ শতাংশ, এসইএম আবিবিএল শরীয়াহ ফান্ডের ৪.৭৬ শতাংশ, সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের ৪.১৬ শতাংশ এবং ভিএএমএলবিডি মিউচুয়াল ফান্ডের ৪.১৬ শতাংশ করে ইউনিট দর বেড়েছে।

এছাড়া, দর বৃদ্ধির তালিকায় থাকা ২০টি প্রতিষ্ঠানের মধ্যে আজ ১১টিই ছিল মিউচুয়াল ফান্ড। পতনের বাজারে আলোয় ঝলমল দেখিয়ে বিনিয়োগকারীদের মধ্যে আসার সঞ্চার করেছে মিউচুয়াল ফান্ড খাত।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ