1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
১০ কোম্পানির দখলে এক-তৃতীয়াংশ লেনদেন
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:৪৯ পূর্বাহ্ন

১০ কোম্পানির দখলে এক-তৃতীয়াংশ লেনদেন

  • পোস্ট হয়েছে : শনিবার, ৫ মার্চ, ২০২২

প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৭ ফেব্রুয়ারি-৩ মার্চ) মোট লেনদেন হয়েছে ৩ হাজার ৭৪৫ কোটি ৮৩ লাখ ৫৭ হাজার ৬২৫ টাকার শেয়ার ও ইউনিট। এরমধ্যে শীর্ষ লেনদেনের তালিকায় থাকা ১০ কোম্পানির লেনদেন হয়েছে ১ হাজার ১৫০ কোটি ৭৩ লাখ ৪১ হাজার টাকা। দশ কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল মোট লেনদেনের ৩০.৭২ শতাংশ। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

লেনদেনের তালিকায় থাকা দশ কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, সোনালী পেপার, ফরচুন সুজ, ওরিয়ন ফার্মা, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, সাইফ পাওয়ারটেক, আনোয়ার গ্যালভানাইজিং, ইউনিয়ন ব্যাংক এবং ড্রাগন সোয়েটার।

লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ৪৯ লাখ ৪৭ হাজার ৪২৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৭৭ কোটি ৪০ লাখ ৬৭ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ১০.০৮ শতাংশ।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৫০ লাখ ৭২ হাজার ২০৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৮১ কোটি ২১ লাখ ৪৩ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪.৮৪ শতাংশ।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে সোনালী পেপার। কোম্পানিটির ১৫ লাখ ৭ হাজার ৫৭৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১১২ কোটি ৩৫ লাখ ৬২ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩ শতাংশ।

গেল সপ্তাহের লেনদেন তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছে ফরচুন সুজ। কোম্পানিটির ৮১ লাখ ৬৫ হাজার ২৩৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯৯ কোটি ৯০ লাখ ৯৭ হাজার টাকার। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.৬৭ শতাংশ।

লেনদেনের তালিকার পঞ্চম স্থানে রয়েছে ওরিয়ন ফার্মার। সপ্তাহজুড়ে কোম্পনিটির ৮৯ লাখ ৭১ হাজার ৬৬৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯১ কোটি ৬৭ লাখ ৬৬ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.৪৫ শতাংশ।

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো লেনদেন তালিকার ষষ্ঠ অবস্থানে রয়েছে। কোম্পানিটির ১১ লাখ ৩৩ হাজার ২৮৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৬৯ কোটি ২২ লাখ ৬০ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ১.৮৫ শতাংশ।

সাইফ পাওয়ারটেক লেনদেন তালিকার সপ্তম স্থানে রয়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৩৮ লাখ ৪১ হাজার ৮৯৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৫৫ কোটি ৪০ লাখ ৭৮ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ১.৪৮ শতাংশ।

আনোয়ার গ্যালভানাইজিং সাপ্তাহিক লেনদেন তালিকার অষ্টম স্থানে রয়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৩ লাখ ৬৪ হাজার ৭৭৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৫৪ কোটি ৬৭ লাখ ২৯ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ১.৪৬ শতাংশ।

লেনদেনের তালিকার নবম স্থানে রয়েছে ইউনিয়ন ব্যাংক কোম্পনিটির ৪ কোটি ৪৬ লাখ ৯৭ হাজার ৫৬১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৫৪ কোটি ৫৯ লাখ ৩৯ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ১.৪৬ শতাংশ।

ড্রাগন সোয়েটার সাপ্তাহিক লেনদেনের তালিকায় দশম স্থানে উঠে এসেছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ৭৬ লাখ ৬৯ হাজার ৬৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৫৪ কোটি ২৭ লাখ টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ১.৪৫ শতাংশ।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ