ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১ মার্চ ) ব্লক মার্কেটে ২৩টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ২৬ কোটি ১১ লাখ ৮৫ হাজার টাকার লেনদেন হয়েছে।এর মধ্যে তিন কোম্পানির বড় লেনদেন হয়েছে। এই তিন কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ১৭ কোটি ৮৩ লাখ ৩১ হাজার টাকার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে রয়েছে ফরচুন সুজ। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১১ কোটি ৮০ লাখ ৫৯ হাজার টাকার।
দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ইবনে সিনার। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩ কোটি ২ লাখ টাকার।
তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে রেনাটা লিমিটেডের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩ কোটি ৭২ হাজার টাকার।
এছাড়া, অগ্নি সিস্টেমের ২ কোটি ৬ লাখ ৭ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ১ কোটি ৬৯ লাখ ৮ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ১ কোটি ৩৮ লাখ ৬০ হাজার টাকার, আলহাজ টেক্সটাইলের ৫২ লাখ ১ হাজার টাকার, সোনালী পেপারের ৩৫ লাখ ১২ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার ৩০ লাখ ৩০ হাজার টাকার, আমান ফিডের ২৫ লাখ ৩৩ হাজার টাকার, প্রাইম ইন্স্যুরেন্সের ২৪ লাখ ৬০ হাজার টাকার, ড্রাগন সোয়েটারের ২০ লাখ টাকার, মোজাফফর হোসেন স্পিনিংয়ের ১৮ লাখ ৬০ হাজার টাকার, এএমসিএল-প্রাণের ১৭ লাখ ৫ হাজার টাকার, আইডিএলসি ফাইন্যান্সের ১৬ লাখ ৮৩ হাজার টাকার, কাট্টালি টেক্সটাইলের ১৬ লাখ ৪ হাজার টাকার, লাফার্জহোলসিমের ১৪ লাখ ৪০ হাজার টাকার, পাওয়ার গ্রীডের ১১ লাখ ৬৫ হাজার টাকার, আরডি ফুডের ৯ লাখ ২২ হাজার টাকার, মার্কেন্টাইল ব্যাংক-১ম মিউচ্যুয়াল ফান্ডের ৭ লাখ ৭০ হাজার টাকার, প্রভাতী ইন্স্যুরেন্সের ৫ লাখ ৫০ হাজার টাকার, পেপার প্রসেসিংয়ের ৫ লাখ ৪২ হাজার টাকার, বিচ হ্যাচারির ৫ লাখ ৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।