1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
লোকসান নিয়ে বিডি ল্যাম্পসের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৯ পূর্বাহ্ন

লোকসান নিয়ে বিডি ল্যাম্পসের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

  • পোস্ট হয়েছে : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০
bd lamp--

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত বিডি ল্যাম্পসের ২০১৯-২০ অর্থবছরে বড় লোকসান হয়েছে। এ সত্ত্বেও কোম্পানিটির পর্ষদ শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সমাপ্ত অর্থবছরের কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৯ টাকা ৮৮ পয়সা। আর ২০২০ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৯ টাকা ৯৮ পয়সায়।

কোম্পানিটির শেয়ারপ্রতি ৯ টাকা ৮৮ পয়সা হিসেবে ২০১৯-২০ অর্থবছরে নিট ৯ কোটি ২৫ লাখ ৮২ হাজার টাকা লোকসান হয়েছে। এ সত্ত্বেও কোম্পানিটির পর্ষদ ১০ শতাংশ হারে ৯৩ লাখ ৭১ হাজার টাকার নগদ লভ্যাংশ বিতরন করবে।

ব্যবসায় এই লোকসানের কারন হিসেবে কোম্পানি কর্তৃপক্ষ কয়েকটি কারন উল্লেখ করেছে। এরমধ্যে রয়েছে, করোনা মহামারি, কাঙ্খিত আয় করতে ব্যর্থ হওয়া ও ঋণের জন্য সুদজনিত ব্যয়।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আর লভ্যাংশ বিতরণে শেয়ারহোল্ডার নির্বাচনের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১২ নভেম্বর।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ