সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ডিএসইর ২০ খাতের মধ্যে আটখাতে বেশিরভাগ কোম্পানির শেয়ার দরে চাঙ্গাভা দেখা গেছে। খাতগুলো হলো- বিবিধ, ওষুধ ও রসায়ন, সিমেন্ট, প্রকৌশল, তথ্যপ্রযুক্তি, সিরামিক, ট্যানারী এবং পাট খাত।
আজ সবচেয়ে বেশি বেড়েছে বিবিধ খাতের শেয়ার। এখাতে ১৪টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৯টির বা ৬৯.২৩ শতাংশ কোম্পানির। দর কমেছে ৪টির বা ৩০.৭৭ শতাংশ কোম্পানির। দর বেশি বেড়েছে সাভার রিফ্যাক্টরিজের ৬.৪১ শতাংশ, বেক্সিমকো লিমিটেডের ৩.৭৮ শতাংশ,জিকিউ বলপেনের ২.৫২ শতাংশ।
ওষুধ ও রসায়ন খাতের ১৪টি কোম্পানির মধ্যে আজ দর বেড়েছে ১৯টির বা ৬১.২৯ শতাংশ কোম্পানির। দর কমেছে ৯টির বা ২৯.০৩ শতাংশ কোম্পানির। দর অপরিবর্তিত ছিল ৩টির বা ৯.৬৮ শতাংশ কোম্পানির। দর বেশি বেড়েছে ফার্মা এইডের ৬.৯৮ শতাংশ, এমবি ফার্মার ২.৮০ শতাংশ, জেএমআই সিরিঞ্জের ২.৬১ শতাংশ।
সিমেন্ট খাতের ৭টি কোম্পানির মধ্যে আজ দর বেড়েছে ৪টির বা ৫৭.৫৪ শতাংশ কোম্পানির। দর বেড়েছে ৩টির বা ৪২.৮৬ শতাংশ কোম্পানির। দর বেশি বেড়েছে আরামিট সিমেন্টের ৭.৪২ শতাংশ।
প্রকৌশল খাতের লেনদেন হওয়া ৪০টি কোম্পানির মধ্যে আজ দর বেড়েছে ২২টির বা ৫৫ শতাংশ কোম্পানির। দর বেড়েছে ১৫টির বা ৩৭.৫০ শতাংশ কোম্পানির। দর অপরিবর্তিত ছিল ৩টির বা ৭.৫০ শতাংশ কোম্পানির। দর বেশি বেড়েছে ইয়াকিন পলিমারের ৬.৯৫ শতাংশ, রংপুর ফাউন্ড্রির ৫.৯৯ শতাংশ, বিডি ল্যাম্পসের ৩.৫০ শতাংশ।
তথ্যপ্রযুক্তি খাতের ১১টি কোম্পানির মধ্যে আজ দর বেড়েছে ৬টির বা ৫৪.৫৫ শতাংশ কোম্পানির। দর কমেছে ৩টির বা ২৭.২৭ শতাংশ কোম্পানির। দর অপরিবর্তিত ছিল ২টির বা ১৮.১৮ শতাংশ কোম্পানির। দর বেশি বেড়েছে ইনফরমেশন সার্ভিসেসের ৩.৫০ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটারের ২.২৬ শতাংশ।
সিরামিক খাতের ৫টি কোম্পানির মধ্যে আজ দর বেড়েছে ৩টির বা ৬০ শতাংশ কোম্পানির। দর বেড়েছে ২টির বা ৪০ শতাংশ কোম্পানির। দর বেশি বেড়েছে স্টান্ডার্ড সিরামিকের ৩.৩৪ শতাংশ,শাইনপুকুর সিরামিকসের ২.১৬ শতাংশ।
এছাড়া, ট্যানারী এবং পাট খাতের শতভাগ কোম্পানির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।