1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
বিক্রেতা নেই ৫ কোম্পানির শেয়ারে
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৩:০৯ পূর্বাহ্ন

বিক্রেতা নেই ৫ কোম্পানির শেয়ারে

  • পোস্ট হয়েছে : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ ৫ কোম্পানির শেয়ারে বিক্রেতা পায়নি ক্রেতারা। কোম্পানিগুলো হলো-বে-লিজিং, উত্তরা ফাইন্যান্স, তমিজউদ্দিন টেক্সটাইল, বিডি থাই ফুড ও ইউনিয়ন ইন্স্যুরেন্স। আজ সর্বোচ্চ দরেও পাওয়া যাচ্ছেনা এসব কোম্পানির শেয়ার। এসব কোম্পানির শেয়ারে ক্রেতা থাকলেও বিক্রেতা না থাকায় হল্টেড হয়ে যায়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে বে-লিজিংয়ের। আজ কোম্পানিটির প্রতিটি শেয়ার দর আগের দিনের তুলনায় ৩ টাকা ২০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে সর্বশেষ ৩৫ টাকা ২০ পয়সায় দাঁড়িয়েছে। এদিন এ শেয়ারের দর ৩২ টাকা ২০ পয়সা থেকে ৩৫ টাকা ২০ পয়সায় ওঠানামা করে।

অন্য কোম্পানিগুলোর মধ্যে-

উত্তরা ফাইন্যান্স: আজ কোম্পানিটির প্রতিটি শেয়ার দর আগের দিনের তুলনায় ৪ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে সর্বশেষ ৪৫ টাকা ১০ পয়সায় দাঁড়িয়েছে। এদিন এ শেয়ারের দর ৪১ টাকা ২০ পয়সা থেকে ৪৫ টাকা ১০ পয়সায় ওঠানামা করে।

তমিজউদ্দিন টেক্সটাইল: আজ কোম্পানিটির প্রতিটি শেয়ার দর আগের দিনের তুলনায় ১৭ টাকা ৮০ পয়সা বা ৯.৯৭ শতাংশ বেড়ে সর্বশেষ ১৯৬ টাকা ৩০ পয়সায় দাঁড়িয়েছে। এদিন এ শেয়ারের দর ১৮০ টাকা ৩০ পয়সা থেকে ১৯৬ টাকা ৩০ পয়সায় ওঠানামা করে।

বিডি থাই ফুড: আজ কোম্পানিটির প্রতিটি শেয়ার দর আগের দিনের তুলনায় ২ টাকা ৮০ পয়সা বা ৯.৯৬ শতাংশ বেড়ে সর্বশেষ ৩০ টাকা ৯০ পয়সায় দাঁড়িয়েছে।

ইউনিয়ন ইন্স্যুরেন্স: আজ কোম্পানিটির প্রতিটি শেয়ার দর আগের দিনের তুলনায় ৪ টাকা ৯০ পয়সা বা ৯.৯৩ শতাংশ বেড়ে সর্বশেষ ৫৪ টাকা ২০ পয়সায় দাঁড়িয়েছে।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ