1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
জানুয়ারিতে বিদেশীদের শেয়ার বিক্রয় বৃদ্ধি
শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১১:৩৫ পূর্বাহ্ন

জানুয়ারিতে বিদেশীদের শেয়ার বিক্রয় বৃদ্ধি

  • পোস্ট হয়েছে : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২

নতুন বছরের প্রথম মাসে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদেশী বিনিয়োগকারীদের শেয়ার বিক্রি বেড়েছে। এই সময়ে বিদেশী বিনিয়োগকারীরা শেয়ার কেনার চেয়ে বিক্রি করেছেন বেশী। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, জানুয়ারি মাসে বিদেশী বিনিয়োগকারীরা ১৭৭ কোটি ২৭ লাখ টাকা মূল্যের শেয়ার বিক্রি করেছে। এর বিপরীতে নতুন করে শেয়ার কেনা হয়েছে ১৫৪ কোটি ৬৬ লাখ টাকার। অর্থাৎ শেয়ার কেনার চেয়ে তাদের বিক্রির পরিমাণ ছিল ৬০ কোটি ৩৫ লাখ টাকা। আগের মাসে অর্থাৎ ২০২১ সালে ডিসেম্বরে তারা শেয়ার বিক্রির চেয়ে কেনায় বেশি সক্রিয় ছিল। ওই মাসে শেয়ার কেনার পরিমাণ ছিল শেয়ার বিক্রির চেয়ে ৩৯ কোটি ৫৩ লাখ টাকা বেশি।

তবে বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার বিক্রি বাড়লেও তাতে তেমন উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে, আমাদের বাজারমূলধনের বিপরীতে বিদেশী বিনিয়োগের পরিমাণ খুবই সামান্য। তাই সাম্প্রতিক বাজারের উপর এর প্রভাব খুবই সামান্য।

এছাড়া বিক্রি বেড়ে যাওয়া মানেই সব বিনিয়োগ বিদেশে ফিরে যাচ্ছে না। স্থানীয় বিনিয়োগকারীদের মতো তারাও মাঝেমধ্যে মুনাফা তুলে নেয়। পরবর্তীতে বাজার পরিস্থিতি অনুকুল মনে হলে ফের নতুন বিনিয়োগে সক্রিয় হয়।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ