1. info.aniisur@gmail.com : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. info.saiiful@gmail.com : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
বিএসআরএম স্টিলসের সাড়ে ৮ লাখ শেয়ার কেনা সম্পন্ন
শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৫০ অপরাহ্ন

বিএসআরএম স্টিলসের সাড়ে ৮ লাখ শেয়ার কেনা সম্পন্ন

  • পোস্ট হয়েছে : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২

পূর্ব ঘোষণা অনুযায়ী শেয়ার কেনা সম্পন্ন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিএসআরএম স্টিলস লিমিটেডের অন্যতম করপোরেট পরিচালক এইচ আকবার আলী অ্যান্ড কোম্পানি লিমিটেড।

কোম্পানিটির করপোরেট পরিচালক জানায়, বিদ্যমান বাজারদরে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) মূল মার্কেটের মাধ্যমে মোট সাড়ে ৮ লাখ শেয়ার কিনেছে প্রতিষ্ঠানটি।

এর আগে গত ২০ ডিসেম্বর কোম্পানিটির করপোরেট পরিচালক এইচ আকবার আলী অ্যান্ড কোম্পানি স্টক এক্সচেঞ্জের মাধ্যমে শেয়ার কেনার ঘোষণা দেয়।

২০০৯ সালে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটির অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৩৭৫ কোটি ৯৫ লাখ ৩০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ৯৭১ কোটি ৯৯ লাখ টাকা।

কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৩৭ কোটি ৫৯ লাখ ৫২ হাজার ৫০০। এর মধ্যে ৭১.০৬ শতাংশ উদ্যোক্তা-পরিচালক, ১৬.৯২ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ০.৩৯ শতাংশ বিদেশী ও বাকি ১১.৬৩ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ