1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
৮ কোম্পানির শেয়ার যেন সোনার হরিন
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১২:২৪ পূর্বাহ্ন

৮ কোম্পানির শেয়ার যেন সোনার হরিন

  • পোস্ট হয়েছে : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২
Holted-600x337

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৮ কোম্পানির শেয়ার যেন সোনার হরিন। সর্বোচ্চ দরেও পাওয়া যাচ্ছেনা এসব কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো- অলটেক্স, রংপুর ফাউন্ড্রি, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, খান ব্রাদাস, ইয়াকিন পলিমার, ইনফরমেশন সার্ভিসেস, ইউনিয়ন ইন্স্যুরেন্স এবং বিডি থাই ফুড। এসব কোম্পানির শেয়ারে ক্রেতা থাকলেও বিক্রেতা ছিলনা। যে কারণে শেয়ারগুলো হল্টেড হয়ে যায়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে অলটেক্স ইন্ডাস্ট্রিজের। আজ কোম্পানিটির প্রতিটি শেয়ার দর আগের দিনের তুলনায় ৩ টাকা ৬০ পয়সা বা ২০ শতাংশ বেড়ে সর্বশেষ ২০ টাকা ৯০ পয়সায় দাঁড়িয়েছে। এদিন এ শেয়ারের দর ১৯ টাকা ১০ পয়সা থেকে ২২ টাকা ৯০ পয়সায় ওঠানামা করে।

অন্য কোম্পানিগুলোর মধ্যে-

রংপুর ফাউন্ড্রি: আজ কোম্পানিটির প্রতিটি শেয়ার দর আগের দিনের তুলনায় ১৯ টাকা ৪০ পয়সা বা ৯.৯৯ শতাংশ বেড়ে সর্বশেষ ২১৩ টাকা ৫০ পয়সায় দাঁড়িয়েছে। এদিন এ শেয়ারের দর ১৯৫ টাকা ৮০ পয়সা থেকে ২১৩ টাকা ৫০ পয়সায় ওঠানামা করে।

বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস: আজ কোম্পানিটির প্রতিটি শেয়ার দর আগের দিনের তুলনায় ২ টাকা ৬০ পয়সা বা ৯.৯২ শতাংশ বেড়ে সর্বশেষ ২৮ টাকা ৮০ পয়সায় দাঁড়িয়েছে। এদিন এ শেয়ারের দর ২৫ টাকা ৯০ পয়সা থেকে ২৮ টাকা ৮০ পয়সায় ওঠানামা করে।

ইয়াকিন পলিমার: আজ কোম্পানিটির প্রতিটি শেয়ার দর আগের দিনের তুলনায় ১ টাকা ৭০ পয়সা বা ৯.৮৮ শতাংশ বেড়ে সর্বশেষ ১৮ টাকা ৯০ পয়সায় দাঁড়িয়েছে। এদিন এ শেয়ারের দর ১৭ টাকা ৪০ পয়সা থেকে ১৮ টাকা ৯০ পয়সায় ওঠানামা করে।

খান ব্রাদার্স: আজ কোম্পানিটির প্রতিটি শেয়ার দর আগের দিনের তুলনায় ১ টাকা ৩০ পয়সা বা ৯.৯২ শতাংশ বেড়ে সর্বশেষ ১৪ টাকা ৪০ পয়সায় দাঁড়িয়েছে। এদিন এ শেয়ারের দর ১৩ টাকা ৭০ পয়সা থেকে ১৪ টাকা ৪০ পয়সায় ওঠানামা করে।

ইউনিয়ন ইন্স্যুরেন্স: আজ কোম্পানিটির প্রতিটি শেয়ার দর আগের দিনের তুলনায় ৩ টাকা বা ৯.৭১ শতাংশ বেড়ে সর্বশেষ ৩৩ টাকা ৯০ পয়সায় দাঁড়িয়েছে।

ইনফরমেশন সার্ভিসেস: আজ কোম্পানিটির প্রতিটি শেয়ার দর আগের দিনের তুলনায় ৪ টাকা ১০ পয়সা বা ৯.৮৬ শতাংশ বেড়ে সর্বশেষ ৪৫ টাকা ৭০ পয়সায় দাঁড়িয়েছে। এদিন এ শেয়ারের দর ৪২ টাকা ৩০ পয়সা থেকে ৪৫ টাকা ৭০ পয়সায় ওঠানামা করে।

বিডি থাই ফুড : আজ কোম্পানিটির প্রতিটি শেয়ার দর আগের দিনের তুলনায় ১ টাকা ৭০ পয়সা বা ৯.৬৬ শতাংশ বেড়ে সর্বশেষ ১৯ টাকা ৩০ পয়সায় দাঁড়িয়েছে।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ