1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
টানা ১০ দিন উত্থানের পর দর কমেছে ওয়ালটন হাই-টেকের
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:০৯ পূর্বাহ্ন

টানা ১০ দিন উত্থানের পর দর কমেছে ওয়ালটন হাই-টেকের

  • পোস্ট হয়েছে : বুধবার, ৭ অক্টোবর, ২০২০
walton-2

শেয়ারবাজারে লেনদেন শুরু দিন থেকে টানা ১০ দিন পর শেয়ার দর কমেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের।

বুধবার (০৭ অক্টোবর) কোম্পানিটির শেয়ার দর কমে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

প্রাপ্ত তথ্যমতে, গত ২৩ সেপ্টেম্বর ওয়ালটনের শেয়ার লেনদেন শুরু হয়। শেয়ার দর বাড়ার মধ্য দিয়েই কোম্পানিটির লেনদেন শুরু হয়। এরপর টানা ১০ দিন কোম্পানিটির শেয়ার দর বেড়ে ১০০২.৭০ টাকায় দাঁড়ায়।

অর্থাৎ টানা ১০ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৭৫০.৭০ টাকা বা ২৯৭.৮৯ শতাংশ বেড়েছে।

তবে বুধবার কোম্পানিটির শেয়ার দর ৬২.৬০ টাকা বা ৬.২৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯৪০.১০ টাকা। এর মাধ্যমে ওয়ালটন হাই-টেক ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

এছাড়া ডিএসইতে লুজারের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফাস ফাইন্যান্সে ৫.৭৪ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেসের ৪.৮৭ শতাংশ, নিটল ইন্স্যুরেন্সের ৪.২৬ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৪.০৪ শতাংশ, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৪.০১ শতাংশ, প্রাইম ইন্স্যুরেন্সের ৪.০১ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৩.৪৪ শতাংশ, সানলাইফ ইন্স্যুরেন্সের ৩.২২ শতাংশ এবং বে লিজিংয়ের শেয়ার দর ২.৯১ শতাংশ কমেছে।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ