1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
সেপ্টেম্বরে মূলধন ফিরেছে সাড়ে ২৩ হাজার কোটি টাকা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৩ পূর্বাহ্ন

সেপ্টেম্বরে মূলধন ফিরেছে সাড়ে ২৩ হাজার কোটি টাকা

  • পোস্ট হয়েছে : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
dse-logo

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নানা উদ্যোগে দেশের শেয়ারবাজারে সূচকের রেকর্ড গড়েছে। একই সাথে বাজার মূলধনেও নতুন ইতিহাস সৃষ্টি করেছে। বিএসইসির নানা উদ্যোগের ফসল স্বরূপ বিদায়ী মাস অর্থাৎ সেপ্টেম্বরে বিনিয়োগকারীরা সাড়ে ২৩ হাজার কোটি টাকা মূলধন ফিরে পেয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগস্ট মাসের শেষ কার্যদিবস ডিএসইর বাজার মূলধন ছিল ৫ লাখ ৫৭ হাজার ৯৭২ কোটি ৩৩ লাখ ১৭ হাজার টাকায়। আর সেপ্টেম্বর মাসের শেষ কার্যদিবস বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ৮১ হাজার ৫৪৩ কোটি ১২ লাখ ২৯ হাজার টাকায়। অর্থাৎ মাসের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন ২৩ হাজার ৫৭০ কোটি ৭৯ লাখ ১২ হাজার টাকা বা ৪.২২ শতাংশ ফিরে পেয়েছে বিনিয়োগকারীরা।

এদিকে সেপ্টেম্বর মাসে ডিএসইর সব সূচক বেড়েছে। প্রধান সূচক ডিএসইএক্স সেপ্টেম্বর মাসে ৪৫৭.৭৯ পয়েন্ট বা ৬.৬৬ শতাংশ বেড়ে সাত হাজার ৩২৯.০৩ পয়েন্ট দাঁড়ায়। আগস্ট মাসের শেষ কার্যদিবস এই সূচকটি ছয় হাজার ৮৬৯.২৪ পয়েন্টে ছিল।

আগস্ট মাসের শেষ কার্যদিবস শরিয়াহ সূচক ছিল এক হাজার ৪৯০.২৯ পয়েন্টে। যা সেপ্টেম্বর মাসে ১০১.৮০ পয়েন্ট বা ৬.৮৩ শতাংশ বেড়ে এক হাজার ৫৯২.০৯ পয়েন্টে দাঁড়ায়।

আর ডিএসই-৩০ সূচক সেপ্টেম্বর মাসে ২৫৬.৫৭ পয়েন্ট বা ১০.৪৫ শতাংশ বেড়ে শেষ কার্যদিবসে দাঁড়ায় দুই হাজার ৭১০.৫২ পয়েন্টে। আগস্ট মাসের শেষ কার্যদিবস এই সূচকটি ছিল দুই হাজার ৪৫৩.৯৫ পয়েন্টে।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ