সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৫২ টির বা ১৩.৮২ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে মেঘনা লাইফের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস সোমবার মেঘনা লাইফের ক্লোজিং দর ছিল ১০৯ টাকা ৫০ পয়সা।আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১১৬ টাকা ৪০ পয়সায় । অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৬ টাকা ৯০ পয়সা বা ৬.৩০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে মেঘনা লাইফ ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সোনালী পেপারের ৯.৮৫ শতাংশ, ইউনিয়ন কেপিটালের ৮.৫৬ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৮.০৯ শতাংশ, নেশনাল ফিড মিলের ৭.৬৯ শতাংশ, দেশ গ্রামের ৭.৩৮ শতাংশ, ডেল্টা লাইফের ৭.১১ শতাংশ, আসিবির ৩ শতাংশ, কেডিএস লিমিটেডের ২.৯৮ শতাংশ এবং আইপডিসির ২.৯৭ শতাংশ দর বেড়েছে।