1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
২ কোম্পানির বিরুদ্ধে সতর্ক বার্তা
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৪:১০ অপরাহ্ন

২ কোম্পানির বিরুদ্ধে সতর্ক বার্তা

  • পোস্ট হয়েছে : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
notice

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ার কারণে কোম্পানি দুটির বিরুদ্ধে সতর্ক বার্তা জারি করে তদন্ত নোটিশ পাঠিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জক (ডিএসই)। কোম্পানিগুলো হলো- সমতা লেদার এবং বাংলাদেশ সাবমেরিন কেবল। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, ওই দুই কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক হারে এক টানা বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই কোম্পানিগুলোকে নোটিশ পাঠিয়েছে। এর জবাবে কোম্পানিগুলোর পক্ষ থেকে ৯ সেপ্টেম্বর জানানো হয়, মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই অস্বাভাবিক হারে বাড়ছে কোম্পানিগুলোর শেয়ার দর।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, সমতা লেদারের শেয়ার দর গত ২৬ আগস্ট ছিল ৮৫.৯০ টাকায়। আর ৮ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ১২২.৭০ টাকায়। অর্থাৎ এই ৮ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৩৬.৮০ টাকা বা ৪৩ শতাংশ বেড়েছে।

বাংলাদেশ সাবমেরিন কেবলের শেয়ার দর গত ১ সেপ্টেম্বর ছিল ১৭৮.৯০ টাকায়। আর ৮ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ২২১.৭০ টাকায়। অর্থাৎ এই ৫ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৪২.৮০ টাকা বা ২৪ শতাংশ বেড়েছে।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ