1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
ওয়ালটন হাইটেকের লেনদেন স্থগিত
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৪:১২ পূর্বাহ্ন

ওয়ালটন হাইটেকের লেনদেন স্থগিত

  • পোস্ট হয়েছে : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
walton-2

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামী ৫ সেপ্টেম্বর স্থগিত থাকবে ওয়ালটন হাইটে ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার লেনদেন। এর আগে ১ সেপ্টেম্বর থেকে কোম্পানিটির শেয়ার স্পট মার্কেটে লেনদেন হচ্ছে, যা আজও চলবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ২৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে প্রকৌশল খাতের কোম্পানি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। অর্থাৎ ১০ টাকা অভিহিত প্রতি শেয়ারের বিপরীতে ২৫ টাকা পাবেন বিনিয়োগকারীরা। আলোচিত বছরের মুনাফা থেকে কোম্পানিটির উদ্যোক্তারা নেবেন ১৭০ শতাংশ ক্যাশ। অর্থাৎ তারা সাধারণ শেয়ারহোল্ডারদের চেয়ে ৮০ শতাংশ কম ডিভিডেন্ড নেবেন।

সর্বশেষ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫৪ টাকা ২১ পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ২৪ টাকা ২১ পয়সা।

গত ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৩১ টাকা ৫৯ পয়সা।

আগামী ২৯ সেপ্টেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ