1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
সম্পদ মূল্য কমেছে বস্ত্রখাতের ২৭ কোম্পানির
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ১২:৫৯ পূর্বাহ্ন

সম্পদ মূল্য কমেছে বস্ত্রখাতের ২৭ কোম্পানির

  • পোস্ট হয়েছে : শনিবার, ২৪ জুলাই, ২০২১
Textile

সম্পদ মূল্য কমেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২৭ কোম্পনির। বর্তমানে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের ৫৮টি কোম্পানি রয়েছে। এর মধ্যে ৫২টির তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। যার মধ্যে সম্পদ মূল্য বেড়েছে ২৫টির, কমেছে ২৭টির। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তৃতীয় প্রান্তিক প্রকাশ না করার কোম্পানিগুলো হলো- সিঅ্যান্ডএ টেক্সটাইলস, ফ্যামিলি টেক্স, মিথুন নিটিং এন্ড ডায়িং, রিং সাইন টেক্সটাইল মিলস, তাল্লু স্পিনিং মিলস এবং তুং হাই নিটিং অ্যান্ড ডায়িং লিমিটেড।

সম্পদ মূল্য কমা ২৭ কোম্পানি হলো- আলিফ ইন্ডাস্ট্রিজ, আলিফ ম্যানুফ্যাকচারিং, আরগন ডেনিমস, ডেল্টা স্পিনার্স, দেশ গার্মেন্টস, দুলামিয়া কটন স্পিনিং মিলস, এনভয় টেক্সটাইলস, ইভিন্স টেক্সটাইল, ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ, জেনারেশন নেক্সট ফ্যাশন, হামিদ ফেব্রিক্স, হা-ওয়েল টেক্সটাইলস, কাট্টলী টেক্সটাইল, এমএল ডাইং, নিউ লাইন ক্লোথিংস, নূরানী ডাইং অ্যান্ড সোয়েটার, প্যাসিফিক ডেনিমস, প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস, কুইন সাউথ টেক্সটাইল, রিজেন্ট টেক্সটাইল মিলস, আর এন স্পিনিং মিলস, সাফকো স্পিনিং মিলস, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, সোনারগাঁও টেক্সটাইল, স্টাইলক্রাফট, জাহিন স্পিনিং এবং জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি সম্পদমূল্য কমেছে সাফকো স্পিনিং মিলসের। তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৬ টাকা ৮৮ পয়সা। গত বছর শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৬ টাকা ৫৪ পয়সা। গত বছর একই সময়ের তুলনায় নিট সম্পদ মূল্য কমেছে ৯ টাকা ৬৬ পয়সা। এরপর দ্বিতীয় সর্বোচ্চ সম্পদমূল্য কমেছে জাহিন টেক্স ইন্ডাস্ট্রিজের। তৃতীয় প্রান্তিকে কাম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৬ টাকা ১৯ পয়সা। গত বছর শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৮ টাকা ৭২ পয়সা। গত বছর একই সময়ের তুলনায় নিট সম্পদ মূল্য কমেছে ২ টাকা ৫৩ পয়সা।

সম্পদ মূল্য কম বাকি কোম্পানিগুলোর তথ্য ধারাবাহিকভাবে নিচে উপস্থাপন করা হলো-

আলিফ ইন্ডাস্ট্রিজ : শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২০ টাকা ৫৬ পয়সা। গত বছর শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২০ টাকা ৮৩ পয়সা। গত বছর একই সময়ের তুলনায় নিট সম্পদ মূল্য কমেছে ২৭ পয়সা।

আলিফ ম্যানুফ্যাকচারিং : শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৩ টাকা ৬৪ পয়সা। গত বছর শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৪ টাকা ৫০ পয়সা। গত বছর একই সময়ের তুলনায় নিট সম্পদ মূল্য কমেছে ৮৬ পয়সা।

আরগন ডেনিমস : শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৬ টাকা ৫৩ পয়সা। গত বছর শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৭ টাকা ২১ পয়সা। গত বছর একই সময়ের তুলনায় নিট সম্পদ মূল্য কমেছে ৬৮ পয়সা।

ডেল্টা স্পিনার্স : শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৩ টাকা ৫৪ পয়সা। গত বছর শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৩ টাকা ৭৩ পয়সা। গত বছর একই সময়ের তুলনায় নিট সম্পদ মূল্য কমেছে ১৯ পয়সা।

দেশ গার্মেন্টস : শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৯ টাকা ১৪ পয়সা। গত বছর শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৯ টাকা ৪৩ পয়সা। গত বছর একই সময়ের তুলনায় নিট সম্পদ মূল্য কমেছে ২৯ পয়সা।

এনভয় টেক্সটাইলস : শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩৭ টাকা ৯০ পয়সা। গত বছর শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩৮ টাকা ৪৩ পয়সা। গত বছর একই সময়ের তুলনায় নিট সম্পদ মূল্য কমেছে ৫৩ পয়সা।

ইভিন্স টেক্সটাইলস : শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১২ টাকা ৭৪ পয়সা। গত বছর শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৩ টাকা ৫২ পয়সা। গত বছর একই সময়ের তুলনায় নিট সম্পদ মূল্য কমেছে ৭৮ পয়সা।

ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ : শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৯ টাকা ০২ পয়সা। গত বছর শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৯ টাকা ৩৬ পয়সা। গত বছর একই সময়ের তুলনায় নিট সম্পদ মূল্য কমেছে ৩৪ পয়সা।

জেনারেশন নেক্সট ফ্যাশন : শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১১ টাকা ৮৭ পয়সা। গত বছর শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১১ টাকা ৯০ পয়সা। গত বছর একই সময়ের তুলনায় নিট সম্পদ মূল্য কমেছে ৩ পয়সা।

হামিদ ফ্যাব্রিক্স : শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩৮ টাকা ২৪ পয়সা। গত বছর শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৪০ টাকা ০৪ পয়সা। গত বছর একই সময়ের তুলনায় নিট সম্পদ মূল্য কমেছে ১ টাকা ৮০ পয়সা।

হা-ওয়েল টেক্সটাইলস : শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩০ টাকা ৪৫ পয়সা। গত বছর শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩০ টাকা ৫২ পয়সা। গত বছর একই সময়ের তুলনায় নিট সম্পদ মূল্য কমেছে ০৭ পয়সা।

কাট্টলী টেক্সটাইল : শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৭ টাকা ০৬ পয়সা। গত বছর শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৭ টাকা ৬৩ পয়সা। গত বছর একই সময়ের তুলনায় নিট সম্পদ মূল্য কমেছে ৫৭ পয়সা।

এম এল ডায়িং : শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৫ টাকা ৯২ পয়সা। গত বছর শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৬ টাকা ৩৯ পয়সা। গত বছর একই সময়ের তুলনায় নিট সম্পদ মূল্য কমেছে ৪৭ পয়সা।

নিউ লাইন ক্লোথিংস : শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৩ টাকা ৬৬ পয়সা। গত বছর শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৩ টাকা ৮৩ পয়সা। গত বছর একই সময়ের তুলনায় নিট সম্পদ মূল্য কমেছে ১৭ পয়সা।

নুরানী ডায়িং : শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৯ টাকা ২৬ পয়সা। গত বছর শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১১ টাকা ২২ পয়সা। গত বছর একই সময়ের তুলনায় নিট সম্পদ মূল্য কমেছে ১ টাকা ৯৬ পয়সা।

প্যাসিফিক ডেনিমস : শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৩ টাকা ৭৪ পয়সা। গত বছর শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৪ টাকা ৬৪ পয়সা। গত বছর একই সময়ের তুলনায় নিট সম্পদ মূল্য কমেছে ৯০ পয়সা।

প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস : শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৬৫ টাকা ১৬ পয়সা। গত বছর শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৬৭ টাকা ২৭ পয়সা। গত বছর একই সময়ের তুলনায় নিট সম্পদ মূল্য কমেছে ২ টাকা ১১ পয়সা।

কুইন সাউথ টেক্সটাইল মিলস : শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৫ টাকা ৯৪ পয়সা। গত বছর শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৬ টাকা ৬৪ পয়সা। গত বছর একই সময়ের তুলনায় নিট সম্পদ মূল্য কমেছে ৭০ পয়সা।

রিজেন্ট টেক্সটাইল মিলস: শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৭ টাকা ২৩ পয়সা। গত বছর শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৮ টাকা ৪৬ পয়সা। গত বছর একই সময়ের তুলনায় নিট সম্পদ মূল্য কমেছে ১ টাকা ২৩পয়সা।

আর এন স্পিনিং মিলস : শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৭ পয়সা। গত বছর শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩৩ পয়সা। গত বছর একই সময়ের তুলনায় নিট সম্পদ মূল্য কমেছে ১৬ পয়সা।

শেফার্ড ইন্ডাস্ট্রিজ : শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৪ টাকা ৯১ পয়সা। গত বছর শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৫ টাকা ৭৯ পয়সা। গত বছর একই সময়ের তুলনায় নিট সম্পদ মূল্য কমেছে ৮৮ পয়সা।

সোনারগাঁও টেক্সটাইলস : শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৩ টাকা ১৪ পয়সা। গত বছর শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৪ টাকা ৪৩ পয়সা। গত বছর একই সময়ের তুলনায় নিট সম্পদ মূল্য কমেছে ১ টাকা ২৯ পয়সা।

স্টাইলক্রাফট : শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৩ টাকা ৯৫ পয়সা। গত বছর শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৪ টাকা ৫১ পয়সা। গত বছর একই সময়ের তুলনায় নিট সম্পদ মূল্য কমেছে ৫৬ পয়সা।

জাহিন স্পিনিং : শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৭ টাকা ৪০ পয়সা। গত বছর শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৮ টাকা ৭৮ পয়সা। গত বছর একই সময়ের তুলনায় নিট সম্পদ মূল্য কমেছে ১ টাকা ৩৮ পয়সা।

দুলামিয়া কটন স্পিনিং মিলস : শেয়ার প্রতি সম্পদ মূল্য লোকসান দাঁড়িয়েছে ৩৬ টাকা ৭১ পয়সা। গত বছর শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য লোকসান ছিল ৩৬ টাকা ৪৪ পয়সা। গত বছর একই সময়ের তুলনায় নিট সম্পদ মূল্য লোকসান বেড়েছে ২৭ পয়সা। অর্থাৎ কোম্পানিটির সম্পদ মূল্য নেগেটিভ ৩৬ টাকা ৭১ পয়সা।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ