1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
‘২০৩০ সালে ওয়ালটন রেফ্রিজারেটর হবে বিশ্বের এক নম্বর’
শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১০:৪২ পূর্বাহ্ন

‘২০৩০ সালে ওয়ালটন রেফ্রিজারেটর হবে বিশ্বের এক নম্বর’

  • পোস্ট হয়েছে : রবিবার, ২৭ জুন, ২০২১
Walton122

আগামী ২০৩০ সাল নাগাদ ওয়ালটন হবে বিশ্বের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড। এ আশাবাদ ওয়ালটনের রেফ্রিজারেটরের প্রকৌশলীদের।

শনিবার (২৬ জুন) বিশ্ব রেফ্রিজারেশন দিবস উপলক্ষে ওয়ালটন কারখানা কমপ্লেক্সে অনুষ্ঠিত র‌্যালি শেষে বক্তারা এ কথা বলেন।

বক্তারা আরও বলেন, বাংলাদেশে রেফ্রিজারেটর মার্কেটের ৭০ শতাংশেরও বেশি শেয়ারের অধিকারী ওয়ালটন। তারা দেশের চাহিদা মিটিয়ে বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করছে।

সারা বিশ্বে এক যোগে পালিত হওয়া এই দিবসের সব ইভেন্টের ওয়ার্ল্ড স্পন্সর বাংলাদেশের বৃহৎ ইলেকট্রিক ও ইলেক্ট্রনিক্স পণ্য উৎপাদন ও বিপণন প্রতিষ্ঠান ওয়ালটন।

রেফ্রিজারেশন দিবসের এবারের স্লোগান হচ্ছে, ‘কুলিং চ্যাম্পিয়ন্স: কুল ক্যারিয়ার ফর অ্যা বেটার ওয়ার্ল্ড।’

রেফ্রিজারেশন দিবস উপলক্ষে ওয়ালটন রেফ্রিজারেটর আরঅ্যান্ডডি, এসি আরঅ্যান্ডডি এবং কম্প্রেসর আরঅ্যান্ডডি আয়োজিত ৭ দিনের কর্মসূচি পালন করছে। শনিবার প্রথম দিনে সকাল ১০টায়, ওয়ালটন হাই-টেক কারখানার এক নম্বর ভবন থেকে বর্নাঢ্য র‌্যালি শুরু হয়। পুরো কারখানা ঘুরে হেলিপ্যাডে গিয়ে র‌্যালিটি শেষ হয়। র‌্যালিতে সবাই একই রকমের টিশার্ট ও ক্যাপ পরে অংশ নেন।

র‌্যালি শেষে বিশাল আকৃতির কেক কাটা হয়। এরপর কর্মকর্তারা রেফ্রিজারেশন দিবস বিষয়ে আলোচনায় অংশ নেন।

আলোচনায় অংশ নেন এসি চিফ অপারেটিং অফিসার (সিওও) প্রকৌশলী সন্দীপন বিশ্বাস, কম্প্রেসার আরঅ্যান্ডডি’র প্রধান প্রকৌশলী মীর মুজাহেদুল ইসলাম, কুলিং সেকশন ইনচার্জ প্রকৌশলী জহির হাসান, রেফ্রিজারেটরের ডিসিইও প্রকৌশলী তোফায়েল আহমেদ, আরঅ্যান্ডডি স্ট্রাকচারাল ডিজাইন বিভাগের এক্সিকিউটিভ ডিরেক্টর প্রকৌশলী সোহেল রানা ও সিওও ফার্নিচার প্রকৌশলী এ এফ এম নাসির উদ্দিন।

কর্মসূচির প্রথম দিনে সন্ধ্যা ৭টায় ওয়ালটনের ভেরিফাইড ফেসবুক পেজে থাকছে লাইভ ওয়েবিনার। এই ওয়েবিনারে প্যানেল আলোচক হিসেবে থাকবেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. জহুরুল হক, জিয়াক্সিপেরা কস্প্রেসর কোম্পানি লিমিটেডের টেকনিক্যাল সাপোর্ট ম্যানেজার লি চেনচাও, অ্যাশরে বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী মো. হাসমতুজ্জামান, ইন্টারন্যাশনাল বেভারেজ প্রাইভেট লিমিটেডের সিনিয়র ম্যানেজার আবু হান্নান, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চিফ টেকনিক্যাল অফিসার আন মগ ইয়াং, ওয়ালটন ফ্রিজের আরঅ্যান্ডডি প্রধান প্রকৌশলী তাপস কুমার মজুমদার।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ