1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হবে ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্ট কনফারেন্স
শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৫:০৮ পূর্বাহ্ন

যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হবে ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্ট কনফারেন্স

  • পোস্ট হয়েছে : সোমবার, ২১ জুন, ২০২১
IMG

‘বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্ট কনফারেন্স- ২০২১’ শীর্ষক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২২ জুন) সন্ধ্যা ৬টায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টল হোটেলে এ কনফারেন্স অনুষ্ঠিত হবে।

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ ও অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (এফডিআই) যৌথ উদ্যোগে এ কনফারেন্স অনুষ্ঠিত হবে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এ নিশ্চিত করেছেন।

জানা গেছে, ‘বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্ট কনফারেন্স- ২০২১’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ওয়ার্ল্ড ব্যাংকের রিজিওনাল ডিরেক্টর জোবায়দা আলাউয়া। এছাড়া, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব আসাদুল ইসলাম ও অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার।

তথ্য মতে, অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে বক্তব্য রাখবেন বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ, ওয়ার্ল্ড ব্যাংকের সিনিয়র ফাইন্যান্সিয়াল সেক্টর স্পেশালিস্ট এ কে এম আবদুল্লাহ, বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এবং ওয়ার্ল্ড ব্যাংকের বাংলাদেশ ও ভুটানে নিযুক্ত কান্ট্রি ডিরেক্টর মার্সি মিয়াং টেম্বন।

এছাড়া, অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখবেন ব্যাংকের প্রতিনিধি ফ্লোরা এলিজাবেথ স্টিওয়ার্ট, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) প্রতিনিধি জাভার মোনিনি, নিশান্ত কুমার গুরান্তকো, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব আসাদুল ইসলাম ও ওয়ার্ল্ড ব্যাংকের রিজিওনাল ডিরেক্টর জোবায়দা আলাউয়া।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ