1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
রিং সাইনের প্লেসমেন্টে শেয়ার বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৫:৫১ অপরাহ্ন

রিং সাইনের প্লেসমেন্টে শেয়ার বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত

  • পোস্ট হয়েছে : রবিবার, ২৩ মে, ২০২১
ring-shine

শেয়ারবাজারে তালিকাভুক্ত রি সাইন টেক্সটাইলের প্লেসমেন্টে বা ব্যক্তিগতভাবে ইস্যুকৃত শেয়ার বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এরফলে কোম্পানিটির পরিশোধিত মূলধনের পরিমাণ কমে আসবে। যাতে করে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) বাড়বে।

গত বৃহস্পতিবার বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্লেসমেন্ট শেয়ারের একটি অংশ বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রিং সাইন টেক্সটাইলের আইপিও পূর্বে প্রাইভেট অফারের মাধ্যমে উত্তোলিত মূলধনের বিপরীতে যেসব বিনিয়োগকারী টাকা প্রদান করেনি, সে সকল শেয়ার এবং তার বিপরীতে ইস্যুকৃত সকল বোনাস শেয়ার বাজেয়াপ্ত করে কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধন থেকে বাদ দেয়া হবে।

এর ফলে কোম্পানিটির শেয়ার সংখ্যা কমে আসবে। তবে কি পরিমাণ বাদ দেওয়া হবে, কমিশন তা পরিস্কার করেনি।

এই বাদ দেওয়ার ফলে কোম্পানিটির এনএভিপিএস বাড়বে। এছাড়া মুনাফা করলে, সেক্ষেত্রে শেয়ারপ্রতি মুনাফার হার বাড়বে। একইসঙ্গে শেয়ারপ্রতি লভ্যাংশ দেওয়ার সক্ষমতা বাড়বে।

বিএসইসি একইদিনে রিং শাইন টেক্সটাইলের অব্যবহৃত আইপিও ফান্ড হতে ৪০ কোটি টাকা ব্যবহারের অনুমোদন দিয়েছে।

সূত্র মতে, উক্ত ফান্ড কোম্পানিটি ওয়ার্কাস রিটান্সমেন্ট পেমেন্ট ১৫ কোটি টাকা, পেমেন্ট ফর বেপজা ডিউস ৩ কোটি টাকা, পেমেন্ট ফর তিতাস গ্যাস ডিউস ৩ কোটি ৫০ লাখ টাকা, রি-পেমেন্ট অব লোন অব প্রিমিয়ার ব্যাংক ১০ কোটি টাকা এবং ঢাকা ব্যাংককে ৬ কোটি টাকা এবং বিবিধ খাতে ২ কোটি ৫০ লাখ টাকা ব্যয় করবে।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ