আজ মঙ্গলবার (১৬ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪৩টির বা ৩৯.৩৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে লুব-রেফ বাংলাদেশ লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জান গেছে।
আগের কার্যদিবস সোমবার লুব-রেফের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৯.৫০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৪৬.৩০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ৩.২০ টাকা বা ৬.৪৬ শতাংশ কমেছে। এর মাধ্যমে লুব-রেফ ডিএসই দর পতনের শীর্ষ তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে আইডিএলসির ৪.৬৮ শতাংশ, অগ্রণী ইন্স্যুরেন্সের ৪.৬০ শতাংশ, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ডের ৪.০৫ শতাংশ, ইজেনারেশনের ৩.৯৬ শতাংশ, নর্দার্ণ ইন্স্যুরেন্সের ৩.৯৬ শতাংশ, এডিএন টেলিকমের ৩.৯৫ শতাংশ, লাফার্জহোলসিমের ৩.৬১ শতাংশ, ইসলামী ইন্স্যুরেন্সের ৩.৪৮ শতাংশ এবং ন্যাশনাল ফিড মিলসের শেয়ার দর ৩.৪৪ শতাংশ কমেছে।