দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি লভ্যাংশ ঘোষণার জন্য তারিখ জানিয়েছে। কোম্পানিগুলো হলো-ওয়ান ব্যাংক, ফার্স্ট ফাইন্যান্স ও পদ্মা ইসলামী লাইফ লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ওয়ান ব্যাংক লিমিটেড: কোম্পানিটির বোর্ড সভা আগামী ২৮ মার্চ বেলা ৩টায় অনুষ্ঠিত হবে।
সভায় ৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে।
২০১৯ হিসাব বছরে কোম্পানিটি ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ছিল।
ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড: কোম্পানিটির বোর্ড সভা আগামী ২২ মার্চ বিকাল ৪টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
সভায় ৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত হিসাব বছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে।
একই সভায় কোম্পানিটির ২০২০ সালের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনও প্রকাশ করা হবে।
২০১৪ সালের পর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি।
পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড: কোম্পানিটির বোর্ড সভা আগামী ২৭ মার্চ বিকাল ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
সভায় ৩১ ডিসেম্বর ২০২০, সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে।
২০১৯ হিসাব বছরে কোম্পানিটি কোন লভ্যাংশ দেয়নি।