1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
১২৪ কোটির অবৈধ সম্পদ, ফের মামলা মতিউরের নামে
বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০২:৩৫ অপরাহ্ন

১২৪ কোটির অবৈধ সম্পদ, ফের মামলা মতিউরের নামে

  • পোস্ট হয়েছে : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫

দুর্নীতি দমন কমিশন (দুদক) ১২৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমান, তার প্রথম স্ত্রী লায়লা কানিজ এবং তাদের ছেলে-মেয়ে উভয়ের বিরুদ্ধে তিনটি পৃথক মামলা করেছে।

দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সোমবার (০৬ জানুয়ারি) এই মামলাগুলো দায়ের করা হয়। দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সংবাদ মাধ্যমকে জানান, মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে এসব মামলা করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, লায়লা কানিজ ১৩ কোটি ১ লাখ ৫৮ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ১ কোটি ৫৩ লাখ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। অন্যদিকে, তার মেয়ে ফারজানা রহমানের বিরুদ্ধে ৫৩ কোটি ৪১ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে এবং এই মামলায় মতিউর রহমানকে সহযোগী আসামি করা হয়েছে।

তৃতীয় মামলায়, মতিউরের ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্ণবের বিরুদ্ধে ১৩ কোটি ৩৮ লাখ টাকার সম্পদের তথ্য গোপন এবং ৪২ কোটি ২২ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। পূর্বে, গত ১৫ ডিসেম্বর দুদক এর আগে মতিউর রহমান ও তার দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে ১১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছিল। এতে মতিউরের বিরুদ্ধেও বিভিন্ন অভিযোগ এনেছে।

মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের বিপুল বিত্তবৈভবের তথ্য প্রকাশ্যে আসার পর তাদের সম্পদ অনুসন্ধানের নির্দেশ দেয় দুদক। অনুসন্ধানে তাদের নামে ৬৫ বিঘা জমি, আটটি ফ্ল্যাট এবং তিনটি শিল্পপ্রতিষ্ঠানের তথ্যও পাওয়া যায়।

অভিযোগের প্রেক্ষিতে আদালত তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে এবং দুদক পরবর্তীতে তাদের সম্পদ বিবরণী জমা দেওয়ার জন্য নির্দেশ দেয়।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ